ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
খালেদা জিয়া অব্যাহতি পেলেন তিন মামলায়

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলা ও কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিবেচনায় সরকারের আবেদনক্রমে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু।
তিনি জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপে ৮ জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করা হয়, যাতে বিএনপি চেয়ারপারসনসহ ৭৮ জনকে আসামি করা হয়।
পিপি জানান, বিচারক সফিকুল ইসলাম শুনানি শেষে খালেদা জিয়ার সম্পৃক্ততা না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন। কারণ ওই সময় তিনি গুলশানের বাসায় অবরুদ্ধ ছিলেন।
অন্যদিকে, ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলায়ও খালেদা জিয়া-সহ ৪২ জন আসামি ছিলেন। এ মামলায়ও তদন্তে তার সম্পৃক্ততা না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন।
পিপি আরও বলেন, মামলাগুলো আ’লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের করা হয়েছিল। নতুন সরকারের আমলে সেগুলো প্রত্যাহারের আবেদন করা হলে আইন মন্ত্রণালয় তা অনুমোদন দেয়। ফলে এখন চৌদ্দগ্রাম থানায় খালেদা জিয়ার নামে আর কোনো মামলা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!