ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

বাগছাসের উদ্যোগে ঢাবিতে দুদিনব্যাপী বৃক্ষমেলা ও ফল উৎসব

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ০৭ ১৯:৫২:৫৭
বাগছাসের উদ্যোগে ঢাবিতে দুদিনব্যাপী বৃক্ষমেলা ও ফল উৎসব

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে ঢাবির বটতলায় 'বেটার ইনভায়রনমেন্ট, বেটার লাইফ' প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো দুইদিনব্যাপী বৃক্ষমেলা ও ফল উৎসব কর্মসূচি।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় বৃক্ষমেলাটি শুরু হয়ে আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় এটি শেষ হবে৷

সরেজমিনে মেলায় ঘুরে এই প্রতিবেদক দেখতে পান, মেলায় শিক্ষার্থীদের আনাগোনায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ বিনামূল্যে ফলমূল খাচ্ছে তো কেউ লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দমতো গাছ কিনছে। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। নারী শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদের অংশগ্রহণ ও চোখে পড়ার মতো।

বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, ফল এবং গাছের পাশাপাশি চামড়ার বেল্ট, মানিব্যাগ, ভেনেটি ব্যাগ, থ্রি পিস, শাড়ি, আতর, চুড়ি, কেক, পিঠা ও বই সহ নানা জিনিসের পশরা সাজানো হয়েছে। এসময় মাইক দিয়ে ডেকে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন গাছের জন্য ছাড় দিতে দেখা যায়।

বাগছাস ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, মৌসুমি ফলের মাস এবং বর্ষাকাল দুটো বিষয়কে মাথায় রেখে আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের পালস বুঝে আমরা এই আয়োজন সবার নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা সবার নাগালের মধ্যে নিয়ে আসার জন্য ৩০ টাকায় যেকোনো গাছ নেওয়ার সুযোগ করে দিয়েছি।

তিনি বলেন, "আমাদের স্টল গুলোর নাম জুলাইয়ের বিভিন্ন কি-ওয়ার্ড এবং অজপাড়া গাঁয়ের শহীদদের নাম ব্যবহার করে জুলাইকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক একঘেঁয়েমির মাঝে একটু স্বস্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি।" পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নতুন ব্যাচের কাছে আমরা আমাদের প্রতিপাদ্য বিষয় জানিয়ে দিতে চাই।

গণরুম গেস্টরুমের কালচার পরিবর্তন করে এমন সামাজিক কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সাথে পরিচিত হওয়ার জন্য আমাদের এই আয়োজন। আমরা দেখতে পেয়েছি ক্লাস শেষে শিক্ষার্থীরা ফল খেয়ে গাছ কিনে নিয়ে যাচ্ছে আবার বন্ধুদের নিয়ে আসতেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভবিষ্যতে এমন আরো কাজের জন্য অনুপ্রেরণা জোগাচ্ছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সিয়াম বলেন, "নিজের পছন্দমতো গাছ কিনতে পেরে খুবই ভালো লাগলো। ভবিষ্যতে ক্যাম্পাসে এমন ভিন্নধর্মী আয়োজন প্রত্যাশা করছি।"

ভবিষৎ পরিকল্পনা নিয়ে কাদের বলেন, "আগামীতে আমাদের প্রাসঙ্গিক যেকোনো বিষয় নিয়ে আয়োজন করার চিন্তাভাবনা আছে।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খালেদা জিয়া অব্যাহতি পেলেন তিন মামলায়

খালেদা জিয়া অব্যাহতি পেলেন তিন মামলায়

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলা ও কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি... বিস্তারিত