ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

এনবিআরের চেয়ারম্যান

‘সীমালঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’

২০২৫ জুলাই ০৭ ১৯:২০:১৭

‘সীমালঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’

এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই বলে আস্বস্ত করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, “এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে।”

আজ সোমবার (০৭ জুলাই) বিকেলে ঢাকা কাস্টমস কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মো. আবদুর রহমান খান বলেন, “কর্মকর্তাদের কাছে তাদের অভয় দেওয়ার জন্য এসেছি। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন; তাহলে আমি মনে করি না তাদের ভয়ের কোনো কারণ আছে।”

এনবিআর চেয়ারম্যান জানান, “গত ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।”

কাস্টমস ডিওটি পেমেন্টগুলো অটোমেটেড চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে বলেও জানান তিনি। তিনি বলেন, “এতে পণ্য খালাসের জটিলতা কমবে। আর সরকারি কোষাগারে সরাসরি টাকা চলে যাবে। যা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চালু হবে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত