ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
বিএনপিকে ঠেকাতে এক হচ্ছে ইসলামী দলগুলো
.jpg)
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিপরীতে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্রিয় ভূমিকা নিচ্ছে দেশের বিভিন্ন ইসলামী দল। যদিও তারা আনুষ্ঠানিকভাবে কোনো জোট গঠন করছে না, তবু জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ একাধিক দল ইতোমধ্যেই সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগির বিষয়ে একমত হয়েছে।
গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবর্তন নতুন করে জোটের রূপরেখা তৈরি করেছে। দুই দশকেরও বেশি সময়ের বিএনপি-জামায়াতের বন্ধন ছিন্ন হয়েছে। অপরদিকে, দীর্ঘদিনের মতবিরোধ ভুলে জামায়াত ও চরমোনাইয়ের ইসলামী আন্দোলনের মধ্যে সমঝোতার ইঙ্গিত মিলছে যার বড় বহিঃপ্রকাশ ঘটেছে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে।
আক্বীদাগত মতপার্থক্য পাশ কাটিয়ে ইসলামী দলগুলো এখন নির্বাচনকেন্দ্রিক সমঝোতায় এগোচ্ছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সবাই যেন একটি বাক্সে ভোট দিতে পারে এমনটাই আমাদের সমর্থকগোষ্ঠীর চাওয়া। নেতাদের মধ্যেও ঐক্যের বিষয়ে ইতিবাচক অগ্রগতি রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগ অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাই আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি।
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন জানান, ইসলামী চিন্তাধারার বিভিন্ন দল একত্র হয়ে নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখতে চায় এবং সে অনুযায়ী কার্যক্রম চলছে।
যদিও নির্বাচনি জোট হচ্ছে না, তবুও জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামসহ ধর্মভিত্তিক দলগুলো সমঝোতার ভিত্তিতে আসন বণ্টনে সম্মত হয়েছে।
গাজী আতাউর রহমান বলেন, আমরা জোট নয়, বরং সম্ভাব্য প্রার্থীকে সমর্থন দেওয়ার নীতি গ্রহণ করেছি। যাদের ভোট ভিত্তি দুর্বল, তারা অন্যদের সমর্থন দেবে।
জামায়াত নেতা আব্দুল হালিম বলেন, আমরা আলাপ-আলোচনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অগ্রগতি আছে, তবে শেষ পর্যন্ত ফল কী হবে তা এখনই বলা যাচ্ছে না।
স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচনি সংস্কার, জাতীয় নির্বাচন ও আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে আপাতত একমত হয়েছে দলগুলো। খুব শিগগিরই তারা এ বিষয়ে আরও বিস্তারিত জানাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- খোঁজ মিলছে না আয়াতুল্লাহ খামেনির!
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- রেকর্ড তলানিতে তিন কোম্পানির শেয়ার: বিনিয়োগকারীদের উদ্বেগ
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা