ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আ. লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৩ ০৬:২৬:২১
আ. লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে বুধবার (০২ জুলাই) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নাঈমুর রহমান দুর্জয় ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি আদালত দুর্জয়ের নামে থাকা সম্পত্তি জব্দের আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশ দিয়েছিলেন।

জব্দকৃত সম্পত্তির মধ্যে লালমাটিয়ায় ২ হাজার ৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাচলে তিন কাঠার প্লট, তিনটি গাড়ি, ১০টি ব্যাংক অ্যাকাউন্ট এবং দুটি বীমা পলিসির হিসাব রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত