ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিলো ইরান
.jpg)
যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমানের হামলায় ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক স্থাপনায় “গুরুতর এবং ব্যাপক ক্ষয়ক্ষতি” হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ১ জুলাই দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আরাঘচি বলেন, “ফোর্দোতে কী ঘটেছে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্যে স্পষ্ট—স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।” তিনি আরও জানান, ইসলামি প্রজাতন্ত্রের পারমাণবিক শক্তি সংস্থা ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করে সরকারকে চূড়ান্ত প্রতিবেদন দেবে।
সাক্ষাৎকারে আরাঘচি জোর দিয়ে বলেন, “ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি শুধু সামরিক আগ্রাসনের মাধ্যমে থামানো যাবে না। বিজ্ঞান ও প্রযুক্তিকে বোমা মেরে ধ্বংস করা যায় না।”
এদিকে, ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইরানি কর্মকর্তাদের ফোনালাপে আড়িপেতে জানতে পেরেছেন—তেহরান সরকার হামলার ক্ষয়ক্ষতি “কম দেখানোর” চেষ্টা করছে। মার্কিন এক গোপন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা উচ্চ হলেও তা ইরানের পারমাণবিক কর্মসূচিকে “সম্পূর্ণ ধ্বংস না করে সাময়িকভাবে পিছিয়ে দিয়েছে।”
উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হয়, যা চলে টানা ১২ দিন। এ সময় ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালায়। যুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র বি-২ স্টিলথ বোমারু বিমান দিয়ে ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
হামলার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, “ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি ও চূড়ান্তভাবে ধ্বংস করা হয়েছে।” তবে মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি