ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
বিষ্ফোরণে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে একটি আতশবাজি তৈরির কারখানা। বিস্ফোরণের ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার ধোঁয়া আকাশে অনেক উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ে।
আজ বুধবার (২ জুলাই) মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের ইয়লো কাউন্টির এসপার্টো এলাকায় আতশবাজি তৈরির ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের পর দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
ইয়লো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, 'স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর এসপার্টো এলাকার আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। এটি স্যাক্রামেন্টো থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।'
এসপার্টো ফায়ার প্রটেকশন ডিস্ট্রিক্টের প্রধান কার্টিস লরেন্স এক সংবাদ সম্মেলনে জানান, পুরো রাতজুড়ে মূল আগুনের চারপাশ ঘিরে নিরাপদ এলাকা তৈরি করে রাখা হবে। পাশাপাশি, আশপাশে ছড়িয়ে পড়া ছোট ছোট আগুন নেভানোর কাজও চলবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি তীব্র বিস্ফোরণ হয়, এরপর আতশবাজির মতো একাধিক বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর কাছে বিপুল সংখ্যক ফোন কল যেতে শুরু করে।
ইয়লো কাউন্টির অফিস অব ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করেছে যে, 'ভবনটি ছিল একটি বাণিজ্যিক আতশবাজি উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র।' উইন্টার্স পুলিশ বিভাগ জানিয়েছে, "বিস্ফোরণের সময় একাধিক বড় ধরনের ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটে।"
প্রতিবেদনে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়া অগ্নিনির্বাপণ বিভাগ এ আগুনকে 'ওকডেল ফায়ার' নামে চিহ্নিত করেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঝোপঝাড় ও গাছপালায়, বিশেষ করে হাইওয়ে ১৬ ও ওকডেল র্যাঞ্চ লেন এলাকায়। এতে অন্তত ৭৮ একর বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এসপার্টো, ম্যাডিসন ও উইন্টার্স এলাকার ফায়ার ইউনিটের পাশাপাশি ক্যালিফোর্নিয়া অগ্নিনির্বাপণ বিভাগের স্থল ও আকাশপথে সহায়তা ইউনিটও কাজ করছে।
এদিকে, বিস্ফোরণের পর নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশে এক মাইলজুড়ে এলাকা খালি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে শেরিফ অফিস। স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সবাইকে ঘটনাস্থলের আশপাশ এড়িয়ে চলতে অনুরোধ করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ