ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনাকে নিয়ে অবস্থান বদলাচ্ছে ভারতীয় গণমাধ্যম!

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০২ ২০:০৬:৫৩
শেখ হাসিনাকে নিয়ে অবস্থান বদলাচ্ছে ভারতীয় গণমাধ্যম!

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার ব্যাপক গণঅভ্যুত্থান শুরু হয়। এই জুলাই বিপ্লবের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ঢাকা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। আগে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং কিছু রাজনৈতিক ভাষ্য ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান পেত না, সেখানে ৫ আগস্টের ঘটনার পর পাল্টে যায় দৃশ্যপট।

বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে শত শত প্রতিবেদন করতে থাকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে আবার অনেক প্রতিবেদন নিছক মনগড়াও ছিল। আবার কিছু প্রতিবেদনের ধরন নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল সবার।

বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, বিশেষ করে গত পাঁচ মাসে, ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কীভাবে উপস্থাপন করেছে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লেখা প্রকাশ করেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ।

আজ বুধবার (০২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে ফয়সাল মাহমুদ লেখেন, "শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় প্রধান গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে আগে যেভাবে উল্লেখ করত এখন তাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আর এটি ঘটেছে গত পাঁচ মাসে।"

তিনি আরও লেখেন, "ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে ‘প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করত। এরপর তারা ‘অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলতে শুরু করে। এখন শীর্ষস্থানীয় চারটি ভারতীয় সংবাদপত্র - টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস - ধীরে ধীরে শেখ হাসিনাকে ‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী’ শব্দ ব্যবহার শুরু করেছে।"

সবশেষ ফয়সাল মাহমুদ লেখেন, "পরিবর্তনের ধারাটি খারাপ নয়।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত