ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
মাঝ আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি, আতঙ্কে যাত্রীরা
জাপান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে প্রায় ২৬ হাজার ফুট নিচে নেমে আসে, যার ফলে বিমানের ভেতরে দেখা দেয় অক্সিজেন সংকট। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, অনেকেই ধরে নেন তারা বোধহয় আর বেঁচে ফিরবেন না। কেউ কেউ পরিবারের উদ্দেশে শেষবারের মতো বার্তাও লিখে ফেলেন এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ঘটনাটি ঘটে সোমবার (৩০ জুন) সন্ধ্যায়। জাপান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান স্প্রিং জাপানের ফ্লাইট জেএল৮৬৯৬/আইজে০০৪ চীনের সাংহাই পুডং বিমানবন্দর থেকে টোকিওর নারিতা বিমানবন্দরের পথে উড্ডয়ন করে। বিমানে মোট ১৯১ জন যাত্রী ও ক্রু ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে বিমানের প্রেসারাইজেশন সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। মাত্র ১০ মিনিটের মধ্যে উড়োজাহাজটি ৩৬ হাজার ফুট থেকে নেমে আসে ১০ হাজার ৫০০ ফুট উচ্চতায়। সঙ্গে সঙ্গে অক্সিজেন মাস্ক খুলে পড়ে যাত্রীদের সামনে এবং সক্রিয় হয় জরুরি নিরাপত্তা ব্যবস্থা।
ভয়াবহ সেই মুহূর্তে অনেক যাত্রী চিৎকার করে কাঁদতে থাকেন। কেউ ঘুম ভেঙে মাস্ক পরে থাকতে দেখেন অন্যদের, কেউ আবার বিমানের ক্রুর চিৎকারে সচেতন হন।
এক যাত্রী মার্কিন সংবাদমাধ্যম এপিকে কে বলেন, একটা বিকট শব্দ হলো, সঙ্গে সঙ্গে মাস্ক খুলে পড়ল। বিমানবালা তখন চিৎকার করে বলছিলেন, মাস্ক পড়ুন, সমস্যা হয়েছে!
আরেকজন জানান, আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে কেঁদে ফেলি। এমনকি আমার ইনস্যুরেন্স ও ব্যাংকের পাসওয়ার্ড পর্যন্ত লিখে রেখে দিই পরিবারের জন্য।
পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফ্লাইটটি ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। সৌভাগ্যবশত, কেউ আহত হননি।
জাপানের পরিবহন মন্ত্রণালয় ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। যাত্রীদের ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার ইয়েন (প্রায় ৯৩ ডলার) করে নগদ অর্থ এবং এক রাতের হোটেল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। তবে জাপান এয়ারলাইন্স ও পরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)