ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
বিদেশে উচ্চশিক্ষায় যেতে চাইলে যে বিষয়গুলো শিখে রাখা জরুরি

উন্নত ক্যারিয়ার গঠন ও সুন্দর জীবনযাপনের প্রত্যাশায় প্রতিবছর বহু শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায়। বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সেই কাঙ্ক্ষিত দিনটির পেছনে থাকে দীর্ঘ প্রস্তুতি ও নিরবচ্ছিন্ন পরিশ্রম। শুধু ভালো ফলাফল নয়, এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনও জরুরি।
দক্ষিণ কোরিয়ার ইয়েংনাম ইউনিভার্সিটির ‘কলেজ অব লাইফ অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস’-এর সহকারী অধ্যাপক আজিজুল হক সম্প্রতি এক ফেসবুক পোস্টে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, “যেদিন থেকে আপনি বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন সেদিন থেকেই আপনাকে কেবল অ্যাকাডেমিক প্রস্তুতিই নয় বরং নিচের বিষয়গুলোতেও নিজেকে গড়ে তুলতে হবে।”
তার মতে বিদেশে পড়াশোনা মানে কেবল শিক্ষা নয়—এটি একটি পুরোপুরি নতুন জীবনধারার সঙ্গে খাপ খাওয়ানোর অভিজ্ঞতা।
ফেসবুক পোস্ট অনুযায়ী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য আজিজুল হকের পরামর্শগুলো হল:
১. দশ আঙুল দিয়ে টাইপিং প্র্যাকটিস করুন।
২. অন্তত একটি প্রোগ্রামিং (Python, R) শেখা শুরু করুন।
৩. Microsoft Word-এ কাজ করার দক্ষতা অর্জন করুন।
৪. Excel-এ ডেটা এন্ট্রি, ফর্মুলা এবং গ্রাফ তৈরি করার পদ্ধতি রপ্ত করুন।
৫. PowerPoint দিয়ে প্রেজেন্টেশন তৈরি শিখুন।
৬. স্ট্যাটিস্টিক্স-এর বেসিক শেখার চেষ্টা করুন।
৭. প্রতিদিন রিসার্চ আর্টিকেল পড়ার অভ্যাস গড়ে তুলুন।
৮. কীভাবে প্রাসঙ্গিক আর্টিকেল খুঁজে বের করতে হয় তা শিখুন।
৯. Reference ম্যানেজমেন্ট টুল (Mendeley/EndNote/Zotero) শিখুন।
১০. ক্লাউড স্টোরেজ ব্যবহার করে ফাইল ব্যাকআপ রাখতে শিখুন।
১১. অ্যাকাডেমিক সিভি কীভাবে সাজাতে হয় তা শিখুন।
১২. IELTS/TOEFL প্রস্তুতি শুরু করুন।
১৩. ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা ও লেখার প্র্যাকটিস করুন।
১৪. Plagiarism কী ও কীভাবে এড়ানো যায় তা শিখে রাখুন।
১৫. গবেষণা সম্পর্কে প্রাথমিক ধারণা নিন।
১৬. ResearchGate ও ORCID প্রোফাইল তৈরি করে রাখুন।
১৭. LaTeX ব্যবহার করা শিখুন।
১৮. SPSS, STATA বা RStudio-র মতো ডেটা অ্যানালাইসিস টুলের বেসিক শিখুন।
১৯. নির্দিষ্ট রুটিনে কাজ করার অভ্যাস গড়ে তুলুন।
২০. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস তৈরি করুন।
২১. একাকিত্ব কাটাতে ক্রিয়েটিভ কাজে নিজেকে যুক্ত করুন।
২২. টিমওয়ার্কে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।
২৩. Cultural Diversity গ্রহণ করার মানসিকতা তৈরি করুন।
২৪. সবার বক্তব্য শুনে সম্মানের সাথে উত্তর দেওয়ার অভ্যাস গড়ুন।
২৫. অপমান বা রূঢ় কথা হাসিমুখে সহ্য করার মানসিকতা তৈরি করুন।
২৬. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল শিখুন।
২৭. নিজে রান্না করার অভ্যাস গড়ে তুলুন।
২৮. বাসন ধোয়ার অভ্যাস গড়ুন।
২৯. নিজের ঘর, বাথরুম ও রান্নাঘর পরিষ্কার করার অভ্যাস করুন।
৩০. দৈনিক হালকা ব্যায়াম করার অভ্যাস করুন।
৩১. সাইকেল চালাতে না জানলে এখনই শিখে ফেলুন।
৩২. সুযোগ থাকলে গাড়ি চালানো শিখে ফেলুন।
৩৩. কীভাবে ই-মেইল লিখতে হয় তা রপ্ত করুন।
৩৪. নিজের কথা সংক্ষেপে ও গুছিয়ে উপস্থাপন করার অভ্যাস গড়ুন।
৩৫. নিজের সময় ও কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে শিখুন।
৩৬. জেদি, সহ্যশীল ও ধৈর্যশীল মানসিকতা গড়ে তুলুন।
৩৭. মানসিকভাবে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন।
৩৮. নিজের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী জীবনযাপন শিখুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি