ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
কনফিডেন্স সিমেন্টের রাইটস শেয়ার আবেদন বাতিল করলো বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি'র রাইটস শেয়ার আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের ক্রমবর্ধমান বিনিয়োগ ব্যয় মেটাতে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করে তহবিল সংগ্রহ করতে চেয়েছিল।
গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম-ভিত্তিক সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানিটি ঘোষণা করেছিল, প্রতিষ্ঠানটি প্রতিটি ৪৫ টাকা (৩৫ টাকা প্রিমিয়ামসহ) মূল্যে বিদ্যমান প্রতি তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার ইস্যু করে ১০০ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করছে। এই তথ্য ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছিল কোম্পানিটি।
তবে শেয়ারবাজারে অস্থিরতা এবং তারল্য সংকটের কারণে কোম্পানিটি পরবর্তীতে রাইটস অফারটি সংশোধন করে। এটিকে আরও সহজলভ্য করতে এবং সহযোগী কোম্পানির বিনিয়োগ চাহিদা মেটাতে প্রতি শেয়ারে ১০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল।
কনফিডেন্স সিমেন্ট এক মূল্য সংবেদনশীল বিবৃতিতে জানিয়েছিল, বর্তমান বাজার পরিস্থিতি মূল্যায়ন এবং বিনিয়োগকারীদের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তাদের পরিচালনা পর্ষদ এই অফারটি সংশোধন করেছে।
৩ ডিসেম্বর ডিএসই কোম্পানিটিকে 'এ' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছিল, কারণ তারা অনুমোদিত ডিভিডেন্ড বিতরণ করতে ব্যর্থ হয়েছিল — যা তালিকাভুক্তির নিয়মের লঙ্ঘন। তবে ডিভিডেন্ড পরিশোধ করার দুই দিন পরেই কোম্পানিটিকে আবার 'এ' ক্যাটাগরিতে ফিরিয়ে আনা হয়।
এর আগে, কোম্পানির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যাখ্যা করেছিলেন যে, শেয়ারবাজার বর্তমানে তারল্য সংকটে ভুগছে, এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় দৈনিক লেনদেন প্রায় ৩০০ কোটি টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। ফলে, বোর্ড রাইটস অফারটিকে আরও সাশ্রয়ী করতে প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল।
কনফিডেন্স গ্রুপ এখন পর্যন্ত রাজধানীর কাছে একটি নতুন সিমেন্ট কারখানা নির্মাণে প্রায় ৮১৫ কোটি টাকা বিনিয়োগ করেছে, যার লক্ষ্য ব্যবসা সম্প্রসারণ এবং ঢাকা-কেন্দ্রিক সিমেন্ট বাজারের একটি বড় অংশ দখল করা। কর্মকর্তারা জানিয়েছেন, নরসিংদীতে অবস্থিত এই কারখানাটি আগামী বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ১৮ লাখ টন।
এর আগে ২০২৩ সালে কনফিডেন্স সিমেন্ট অগ্রাধিকার শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছিল। পরে সে পরিকল্পনা বাতিল করা হয়। কারণ তখন এটিকে অনুপযুক্ত বলে মনে করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার
- যেসব শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইরান
- খোঁজ মিলছে না আয়াতুল্লাহ খামেনির!
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
- পর্যাপ্ত রিজার্ভ থাকা সত্বেও ফেসভ্যালুর নিচে ১৬ ব্যাংকের শেয়ার
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- আর্থিক অস্বচ্ছল দুই শিক্ষার্থীর ভর্তিতে সহযোগিতা করলেন ছাত্রদলনেতা হামিম
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি