ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ডেঙ্গু পরীক্ষার সর্বোচ্চ ফি বেঁধে দিল স্বাস্থ্য অধিদপ্তর

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ৩০ ২১:৩০:১৩
ডেঙ্গু পরীক্ষার সর্বোচ্চ ফি বেঁধে দিল স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় রোগী ও তাদের পরিবারের আর্থিক চাপ কমাতে দেশের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক নির্দেশনায় জানানো হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গুর তিনটি প্রধান পরীক্ষা—এনএসওয়ান, আইজিজি ও আইজিএম—এর সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, যা আগের তুলনায় অর্ধেক। অন্যদিকে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে একই পরীক্ষার সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এছাড়া সিবিসি (CBC) পরীক্ষার সর্বোচ্চ মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এসব মূল্য ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে এবং কোনো প্রতিষ্ঠানই নির্ধারিত ফি’র বেশি নিতে পারবে না। অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট হাসপাতাল বা ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, জ্বর হলে কিংবা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পরীক্ষাও করাতে হবে। একই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সরকারি এই নিয়ন্ত্রণমূলক উদ্যোগটি সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে শহর ও গ্রামীণ—উভয় পর্যায়ের নাগরিকদের জন্য।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত