ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
আদালতের সিদ্ধান্তে ট্রাম্পের ছায়া: নেতানিয়াহুর মামলার শুনানি বাতিল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার শুনানি বাতিল করেছে জেরুজালেমের জেলা আদালত। কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শুনানি বাতিলের অনুরোধ করেন নেতানিয়াহু। তার আবেদন গ্রহণ করে আদালত এই রায় দিয়েছে।
আদালতের এই রায়ের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কোনো প্রভাব রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে নেতানিয়াহুর শুনানি নিয়ে বিরূপ মন্তব্য করে ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছিলেন, "নিয়ন্ত্রণহীন প্রসিকিউটররা যা করছে, তা সম্পূর্ণ পাগলামি।"
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলকে বহু বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে, তাই তারা এই ধরনের আচরণ মেনে নেবে না। ট্রাম্পের এই পোস্টের পর দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু তাকে ধন্যবাদ জানান।
ট্রাম্পের পোস্ট আদালতের শুনানি বাতিলের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে কিনা, তা পরিষ্কার নয়। ইসরায়েলি প্রসিকিউশনের একজন মুখপাত্র ট্রাম্পের পোস্ট সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রায়ের কপিতে দেখা যায়, নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এবং সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আদালতের সামনে শুনানি বাতিলের পক্ষে বেশ কিছু কারণ তুলে ধরেছেন। সেই কারণগুলো আমলে নিয়েই আদালত শুনানি বাতিলের পক্ষে রায় দিয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এই বিচার একটি পরিকল্পিত বামপন্থী ষড়যন্ত্র, যা গণতান্ত্রিকভাবে নির্বাচিত ডানপন্থী নেতাকে ক্ষমতাচ্যুত করার জন্য সাজানো হয়েছে।
এর আগে শুক্রবার আদালত নেতানিয়াহুর আগামী দুই সপ্তাহের জন্য সাক্ষ্যদানের সময় পিছিয়ে দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছিল। সেই আবেদনে তিনি সম্প্রতি ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাতের পর কূটনৈতিক ও নিরাপত্তাজনিত ব্যস্ততার কথা উল্লেখ করেছিলেন, যা গত মঙ্গলবার শেষ হয়। নেতানিয়াহুকে সোমবার সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হতে হতো, যেখানে তাকে জেরা করা হতো। কিন্তু ট্রাম্পের 'হুমকির' পর আদালত এই শুনানি বাতিল করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান