ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্লিন ক্যাম্পাস’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচি পালিত
ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরি কালচার সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের যৌথ উদ্যোগে ২৫ নভেম্বর ২০২৪ সোমবার বিশ্ববিদ্যালয় মল চত্বর এলাকায় ‘ক্লিন ক্যাম্পাস’ শীর্ষক দিনব্যাপী এক পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র্যালি, সচেতনতামূলক প্রচারণা, ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিস্কার করা প্রভৃতি।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ব্যুরো অফ বিজনেস রিসার্চ-এর পরিচালক অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ এবং গ্রীন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাপতি কর্নেল (অব.) মো. জাকারিয়া হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য ছাত্র, শিক্ষকসহ সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রিয় ক্যাম্পাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। এক্ষেত্রে ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রতিদিন একটু একটু করে সবাই ভূমিকা পালন করলেই আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
আসিফ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল