ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
৩ জেলায় অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ
ডুয়া ডেস্ক : পার্বত্য তিন জেলার বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (০৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আদেশ হাতে পাওয়ার ১ সপ্তাহের মধ্যে এই তিন জেলার বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে।
উক্ত কার্যক্রম সম্পর্কে আগামী ২ সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন আরও চারজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি মো. তানিম খান।
এদিকে, অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট করেন। রিট পিটিশনে বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ মোট ২৪ জনকে বিবাদী করা হয়। পরে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে বিবাদীরা এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় এবং আদালতে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কোনো প্রতিবেদন দাখিল না করায় এইচআরপিবির’র পক্ষে আদালতে একটি আবেদন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ