ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

অভিনেত্রী রুনা খানের জাপান জয়

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ জুন ২৮ ১৭:৫২:১৬
অভিনেত্রী রুনা খানের জাপান জয়

টোকিও লিফট-অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পুরস্কৃত হয়েছে তৌফিক এলাহির পরিচালনায় নির্মিত সিনেমা ‘নীলপদ্ম’। রুনা খান অভিনীত এই চলচ্চিত্রটি উৎসবে ‘সেরা ফিচার ফিল্ম’ (Best Feature Film) বিভাগে পুরস্কার অর্জন করে।

পুরস্কার পাওয়ার পর নির্মাতা বলেন, "টোকিও লিফট অব ফেস্টিভ্যালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিল। জুরিরা সিনেমাটিকে বিভিন্নভাবে বিচার-বিশ্লেষণ করে মার্ক করছিলেন। সমস্ত আপডেটই ই-মেইলযোগে পাচ্ছিলাম। এটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটি ভাবিনি।"

উচ্ছ্বাস প্রকাশ করে তৌফিক এলাহি আরও বলেন, "নীলপদ্ম আমার গবেষণাধর্মী নির্মাণ। অনেক পরিশ্রম করেছি সিনেমাটি নিয়ে। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এ সম্মান শুধু আমার একার প্রাপ্তি নয়; এই সিনেমার শিল্পী, কলাকুশলী এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার।"

এ বিষয়ে রুনা খান বলেন, "যে কোনো স্বীকৃতি আনন্দের। আমার অভিনীত নীলপদ্ম জাপানে পুরস্কৃত হয়েছে শুনে ভালো লাগছে। স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয়। এ সাফল্যের কৃতিত্ব আমার নয়, পুরো টিমের। সবার সহযোগিতায় ভালো একটি কাজ উপহার পেয়েছেন দর্শক।"

রুনা খানের পাশাপাশি ‘নীলপদ্ম’ সিনেমায় অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী এবং একে আজাদ সেতুসহ আরও অনেকে।

দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। ‘নীলপদ্ম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে। এছাড়াও চলতি বছর এটি প্রদর্শিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও, যেখানে দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায় সিনেমাটি।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত