ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

গাজা অভিযান ব্যর্থ মনে করছেন ইস'রায়েলি নেতা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৭ ১৮:৫২:৫২
গাজা অভিযান ব্যর্থ মনে করছেন ইস'রায়েলি নেতা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে বলে মত প্রকাশ করেছেন ভূখণ্ডটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গাজায় আইডিএফের সামরিক অভিযান ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের জবাবে শুরু হয়। হামাসের ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করে নেয়া হয়েছিল। এরপর থেকে গাজায় আইডিএফের অভিযান চলমান রয়েছে, যার ফলে এখন পর্যন্ত সরকারি হিসেবে ৫৬ হাজারের বেশি নিহত ও লক্ষাধিক আহত হয়েছে।

১৫ মাসের বেশি সময় যুদ্ধ চলার পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে দুই মাসের মধ্যে আবারও ১৮ মার্চ থেকে অভিযান পুনরায় শুরু হয় এবং ত্রাণ সামগ্রীর প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, যা মানবিক সংকট সৃষ্টি করেছে।

২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হয়, যাদের উদ্ধারের জন্য আইডিএফ সামরিক অভিযান চালাচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য বারংবার আহ্বান জানাচ্ছে। এছাড়াও আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার মধ্যস্থতার চেষ্টা করেও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে পারেনি। ইয়াইর লাপিদ বলেন, “আমাদের নাগরিকরা এখনও গাজায় জিম্মি রয়েছেন এবং তাদের উদ্ধারের বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। এই যুদ্ধ থেকে আমরা আর কী লাভ করতে যাচ্ছি, তা কেউই বুঝতে পারছে না।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত