ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

দক্ষিণ কোরিয়ায় ইতিহাস: ট্রেনচালক হলেন শ্রমমন্ত্রী

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৫ ২১:৩৯:৩৬
দক্ষিণ কোরিয়ায় ইতিহাস: ট্রেনচালক হলেন শ্রমমন্ত্রী

বিশ্ববাসীর সামনে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া। দেশের নতুন সরকারের শ্রমমন্ত্রী হিসেবে এক ট্রেনচালককে মনোনীত করে নজির গড়েছে দেশটি। কোরিয়া রেলওয়ের ইঞ্জিনিয়ার ও প্রভাবশালী শ্রমিক নেতা কিম ইয়ং-হুন এখন দক্ষিণ কোরিয়ার নতুন কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী।

সোমবার (২৩ জুন) প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের কার্যালয় থেকে এই ঘোষণা আসে। মন্ত্রিসভা গঠনের অংশ হিসেবে প্রেসিডেন্ট নিজেই ফোন করে এই পদে কিমকে প্রস্তাব দেন। তবে ফোন রিসিভ করার সময়ও তিনি দায়িত্বে ছিলেন—ট্রেন চালাচ্ছিলেন।

কিম ইয়ং-হুন একজন অভিজ্ঞ রেল চালক ও জনপ্রিয় শ্রমিক নেতা। কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের (KCTU) সাবেক চেয়ারম্যান এবং কোরিয়ান রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়নের (KRWU) বিভিন্ন নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তার। প্রায় ১২ লাখ শ্রমিকের প্রতিনিধিত্বকারী এই শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “কিম হুন শ্রমিকের নিরাপত্তা, কর্মঘণ্টা হ্রাস এবং শ্রমিক অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।”

কিম জানান, দায়িত্ব পেয়ে তিনি গর্বিত এবং বললেন, “এটা এমন এক প্রজাতন্ত্র গঠনের পদক্ষেপ, যেখানে শ্রমকে সম্মান করা হবে।”

তিনি ১৯৯২ সালে রেলওয়ে ইঞ্জিনিয়ার হিসেবে কোরিয়া রেলওয়ে করপোরেশনে যোগ দেন। এরপর একটানা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন, পরে ২০১৭ সালে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন ডেমোক্রেটিক লেবার পার্টিতে যোগ দিয়ে।

এই পদোন্নতি শুধু কিমের জন্যই নয়, গোটা দক্ষিণ কোরিয়ার শ্রমিক শ্রেণির জন্য এক অনন্য প্রাপ্তি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত