ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

নীরব খামেনি, যুদ্ধবিরতিতে দেননি স্বীকৃতি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৫ ১৮:২১:৫৮
নীরব খামেনি, যুদ্ধবিরতিতে দেননি স্বীকৃতি

গতকাল (মঙ্গলবার) ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি দেশটির প্রেসিডেন্ট-সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন। কিন্তু এরপরও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে কোনো বক্তব্য আসেনি।

মূলত দেশটির কোনো বিষয়ে আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যই শেষ কথা। তাই যুদ্ধবিরতির বিষয়ে ইরানিদের মধ্যে এখনো শঙ্কা রয়েছে। আন্তর্জাতিকভাবেও নজর দেওয়া হচ্ছে যে, খামেনি এ বিষয়ে কখন কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানের নিয়মিত বাসভবনে না থেকে একটি নিরাপদ বাংকারে অবস্থান করছেন এমন খবর আগেই আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে, যদিও ইরান সরকার এ তথ্য নিশ্চিত করেনি।

সবশেষ গত ১৮ জুন খামেনির একটি পূর্বে ধারণকৃত ভিডিও ভাষণ প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। সেই বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেন। তবে ভিডিওটি সরাসরি সম্প্রচার ছিল না, বরং আগে থেকেই রেকর্ড করা ছিল।

এদিকে সোমবার রাতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরদিন উভয় পক্ষ থেকেই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

তবে এর পরই দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। এ অবস্থায় ইসরায়েলের আচরণে হতাশা ও বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানান, ইরানে যেন আর কোনো বোমা না ফেলা হয় এবং যুদ্ধবিমানগুলো ফিরিয়ে আনা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত