ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
নীরব খামেনি, যুদ্ধবিরতিতে দেননি স্বীকৃতি
.jpg)
গতকাল (মঙ্গলবার) ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি দেশটির প্রেসিডেন্ট-সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন। কিন্তু এরপরও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে কোনো বক্তব্য আসেনি।
মূলত দেশটির কোনো বিষয়ে আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যই শেষ কথা। তাই যুদ্ধবিরতির বিষয়ে ইরানিদের মধ্যে এখনো শঙ্কা রয়েছে। আন্তর্জাতিকভাবেও নজর দেওয়া হচ্ছে যে, খামেনি এ বিষয়ে কখন কথা বলেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানের নিয়মিত বাসভবনে না থেকে একটি নিরাপদ বাংকারে অবস্থান করছেন এমন খবর আগেই আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে, যদিও ইরান সরকার এ তথ্য নিশ্চিত করেনি।
সবশেষ গত ১৮ জুন খামেনির একটি পূর্বে ধারণকৃত ভিডিও ভাষণ প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। সেই বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেন। তবে ভিডিওটি সরাসরি সম্প্রচার ছিল না, বরং আগে থেকেই রেকর্ড করা ছিল।
এদিকে সোমবার রাতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরদিন উভয় পক্ষ থেকেই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
তবে এর পরই দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। এ অবস্থায় ইসরায়েলের আচরণে হতাশা ও বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানান, ইরানে যেন আর কোনো বোমা না ফেলা হয় এবং যুদ্ধবিমানগুলো ফিরিয়ে আনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে ব্যাংক খাতে বিক্রেতা সংকটের নতুন দিগন্ত
- সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন