ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের বিকল্প আসছে, নেপথ্যে কোন দেশ?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন আইন স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে একটি সরকার-সমর্থিত মেসেজিং অ্যাপ তৈরি করা হবে। অ্যাপটি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বিকল্প হিসেবে কাজ করবে এবং সরকারি সেবার সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে বিদেশি প্ল্যাটফর্মের ওপর রাশিয়ার নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানায় সামা টিভি।
রাশিয়া দীর্ঘদিন ধরে তথাকথিত ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজস্ব প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিয়ে আসছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর রাশিয়া ত্যাগের কারণে এ উদ্যোগ আরও জোরদার হয়েছে।
রুশ আইনপ্রণেতাদের দাবি, নতুন অ্যাপে এমন কিছু ফিচার থাকবে যা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নেই। তবে সমালোচকদের আশঙ্কা, সরকারের নিয়ন্ত্রণাধীন অ্যাপটি নাগরিকদের গোপনীয়তা ও ব্যক্তিস্বাধীনতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
রাশিয়ার ইন্টারনেট অধিকার সংগঠন ‘ইন্টারনেট প্রোটেকশন সোসাইটি’র পরিচালক মিখাইল ক্লিমারেভ সতর্ক করে বলেন, সরকার হয়তো হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের গতি সীমিত করে মানুষকে নতুন অ্যাপে অভ্যস্ত করার চেষ্টা করতে পারে।
এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অ্যাপটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে কর্মীদের বিকল্প হিসেবে মাইক্রোসফট টিমস, অ্যামাজনের উইকার, সিগনাল, আইমেসেজ ও ফেসটাইম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মেটা এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে জানায়, হোয়াটসঅ্যাপ অন্যান্য অ্যাপের তুলনায় অধিকতর নিরাপত্তা দিয়ে থাকে।
চলতি বছরের জানুয়ারিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, ইসরায়েলি স্পাইওয়্যার প্রতিষ্ঠান প্যারাগন সলিউশনস সাংবাদিক ও সিভিল সোসাইটির সদস্যদের নজরদারির জন্য টার্গেট করেছে।
নতুন রাষ্ট্রীয় মেসেজিং অ্যাপটি কবে চালু হবে তা এখনো জানানো হয়নি। তবে বিশ্লেষকরা এটিকে রাশিয়ার ডিজিটাল নজরদারি পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত