ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা, নিহত ৭

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৫ ১০:১২:৫৭
ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা, নিহত ৭

গাজায় অতর্কিত হামলায় ইসরায়েলের কমপক্ষে সাত সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিলিস্তিনের খান ইউনিসে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন বুধবার (২৫ জুন) ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) হামলার সত্যতা নিশ্চিত করে ছয়জন সেনার পরিচয় প্রকাশ করে। নিহতরা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন।

নিহতরা হলেন—লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনভস্কি, স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে, স্টাফ সার্জেন্ট নিভ রাডিয়া, সার্জেন্ট রোনেন শাপিরো, সার্জেন্ট শাহার মানোয়াভ এবং সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টেইন।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় সেনাদের বহনকারী ‘পুমা’ সাঁজোয়া পার্সোনেল ক্যারিয়ার (এপিসি)। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক আত্মঘাতী হামলাকারী ওই যানটির ভেতরে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটান। এতে এপিসিতে আগুন ধরে যায়। পাশে থাকা অগ্নিনির্বাপক দল ও অন্যান্য সেনারা আগুন নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে একটি বুলডোজার দিয়ে যানটিকে বালু ঢেকে আগুন নেভানো হয় এবং পরে সেটিকে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে সরিয়ে আনা হয়।

এর আগে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে খান ইউনিস এলাকায় ৫১তম ব্যাটালিয়নের আইডিএফ সেনাদের ওপর ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র দিয়ে হামলা চালায় হামাস। এতে দুজন সেনা আহত হন—একজনের অবস্থা গুরুতর, অপরজন সামান্য আহত।

আইডিএফ জানিয়েছে, হামলার পেছনে থাকা হামলাকারীদের শনাক্ত ও ধরতে তৎপরতা চলছে। তারা সাফ জানিয়ে দিয়েছে হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে অভিযান আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত