ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা, নিহত ৭

গাজায় অতর্কিত হামলায় ইসরায়েলের কমপক্ষে সাত সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিলিস্তিনের খান ইউনিসে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন বুধবার (২৫ জুন) ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) হামলার সত্যতা নিশ্চিত করে ছয়জন সেনার পরিচয় প্রকাশ করে। নিহতরা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন।
নিহতরা হলেন—লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনভস্কি, স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে, স্টাফ সার্জেন্ট নিভ রাডিয়া, সার্জেন্ট রোনেন শাপিরো, সার্জেন্ট শাহার মানোয়াভ এবং সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টেইন।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় সেনাদের বহনকারী ‘পুমা’ সাঁজোয়া পার্সোনেল ক্যারিয়ার (এপিসি)। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক আত্মঘাতী হামলাকারী ওই যানটির ভেতরে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটান। এতে এপিসিতে আগুন ধরে যায়। পাশে থাকা অগ্নিনির্বাপক দল ও অন্যান্য সেনারা আগুন নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে একটি বুলডোজার দিয়ে যানটিকে বালু ঢেকে আগুন নেভানো হয় এবং পরে সেটিকে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে সরিয়ে আনা হয়।
এর আগে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে খান ইউনিস এলাকায় ৫১তম ব্যাটালিয়নের আইডিএফ সেনাদের ওপর ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র দিয়ে হামলা চালায় হামাস। এতে দুজন সেনা আহত হন—একজনের অবস্থা গুরুতর, অপরজন সামান্য আহত।
আইডিএফ জানিয়েছে, হামলার পেছনে থাকা হামলাকারীদের শনাক্ত ও ধরতে তৎপরতা চলছে। তারা সাফ জানিয়ে দিয়েছে হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে অভিযান আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান