ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
মো'সাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে গ্রে'প্তার ৫৩০

ইসরায়েলে গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানজুড়ে ৫০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। ১৩ জুন ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া সংঘাতের পর থেকেই এই ধরপাকড় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হেনগাও।
নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাওর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ দিনে ইরানজুড়ে অন্তত ৫৩০ জনকে আটক করা হয়েছে। পুলিশের বিবৃতি এবং হেনগাওয়ের অনুসন্ধানের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটর।
গুপ্তচরবৃত্তির অভিযোগে আটককৃতদের মধ্যে বিভিন্ন প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে: খুজেস্তানে ৬৭, তেহরানে ৬৪, ফারসে ৫৩, পশ্চিম আজারবাইজানে ৫১, লোরেস্তানে ৪১, হামাদানে ৩০, রাজাভি খোরাসানে ২৪, কমে ২২, সেমনানে ২১ এবং কেরমানে ২০ জন। অন্যান্য প্রদেশেও অনেকে আটক হয়েছেন।
হেনগাওর মতে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে—মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলের প্রতি সমর্থন জানানো এবং জনমত প্রভাবিত করার চেষ্টা।
ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি এজেয় জানান, যুদ্ধকালীন পরিস্থিতির কথা বিবেচনায় রেখে, যাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তাদের দ্রুত বিচার করা হবে।
গিলান প্রদেশের পুলিশ জানায়, সেখানে ৩৬ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে স্টারলিংক রিসিভার, বিস্ফোরক ও বিভিন্ন যোগাযোগ ডিভাইস জব্দ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে—সামরিক অঞ্চলে ড্রোন ওড়ানো, অগ্নিসংযোগ, ঘরে বিস্ফোরক তৈরি এবং বিদেশি বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংযোগ রাখা।
এদিকে, সম্প্রতি দুটি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ২৬ বছর বয়সী মোহাম্মদ-আমিন মাহদাভি শায়েস্তেহ এবং মাজিদ মোসায়েবি নামের ব্যক্তিকে মোসাদের সঙ্গে সংযুক্ত সাইবার নেটওয়ার্ক চালানো এবং সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা