ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু, রয়েছে ধোঁয়াশাও
.jpg)
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে তিনি দাবি করেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।”
তবে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ জানায়, যুদ্ধবিরতি শুরু হয়েছে। অন্যদিকে দ্য টাইমস অব ইসরায়েল এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতি কার্যকর থাকবে তবে সেটি নির্ভর করছে উভয় পক্ষের সম্মতির ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “যদি সবাই মেনে চলে তবে যুদ্ধবিরতি বহাল থাকবে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিংবা অন্য কোনো শীর্ষ ইসরায়েলি নেতার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
এর আগে সোমবার (২৩ জুন) ট্রাম্প এক পোস্টে দাবি করেছিলেন, “ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এটি ১২ ঘণ্টা চলবে এবং পরে একে স্থায়ী যুদ্ধসমাপ্তি ঘোষণা করা হবে।”
তবে ট্রাম্পের ঘোষণার পরও মঙ্গলবার সকালে ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব