ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু, রয়েছে ধোঁয়াশাও
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে তিনি দাবি করেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।”
তবে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ জানায়, যুদ্ধবিরতি শুরু হয়েছে। অন্যদিকে দ্য টাইমস অব ইসরায়েল এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতি কার্যকর থাকবে তবে সেটি নির্ভর করছে উভয় পক্ষের সম্মতির ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “যদি সবাই মেনে চলে তবে যুদ্ধবিরতি বহাল থাকবে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিংবা অন্য কোনো শীর্ষ ইসরায়েলি নেতার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
এর আগে সোমবার (২৩ জুন) ট্রাম্প এক পোস্টে দাবি করেছিলেন, “ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এটি ১২ ঘণ্টা চলবে এবং পরে একে স্থায়ী যুদ্ধসমাপ্তি ঘোষণা করা হবে।”
তবে ট্রাম্পের ঘোষণার পরও মঙ্গলবার সকালে ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস