ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পের ঘোষণা: ইসরাইল-ইরান সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৪ ০৫:৫৮:১৬
ট্রাম্পের ঘোষণা: ইসরাইল-ইরান সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। এরফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে নতুন জল্পনার সৃষ্টি করেছে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আগামী ‘প্রায় ছয় ঘণ্টার মধ্যে’ এই যুদ্ধবিরতি কার্যকর হবে। যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। তিনি আরও জানান, প্রথম ১২ ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী ১২ ঘণ্টা ইসরায়েল তা অনুসরণ করবে। ২৪ ঘণ্টা পূর্ণ হলে এই ১২ দিনের যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে ‘সমাপ্ত’ ঘোষণা করা হবে বলে ট্রাম্প উল্লেখ করেন।

তিনি এই সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ বলে আখ্যা দেন এবং লেখেন, "এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিত। কিন্তু তা হয়নি—আর কখনো হবে না।"

ট্রাম্প পোস্টে ইসরায়েল ও ইরান—উভয় দেশের ধৈর্য, সাহস ও বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন। উভয় দেশের দৃঢ় সিদ্ধান্ত এই যুদ্ধের অবসান ঘটিয়েছে বলে তিনি মনে করেন।

যদিও ট্রাম্পের ঘোষণায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে এখনও পর্যন্ত ইসরায়েল বা ইরান—কোনো পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ট্রাম্পের ঘোষণার কিছু সময় আগে ইসরায়েল তেহরানের ঘনবসতিপূর্ণ সেভেনথ ডিস্ট্রিক্ট এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করেছে। এরপর ওই এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে।

এর জবাবে ইরানও মঙ্গলবার সকালে ইসরায়েলের কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানায়। দেশটি সেখানে হামলার প্রস্তুতিতে ছিল।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণা রাজনৈতিক বার্তা হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবতা একেবারে ভিন্ন হতে পারে। সংঘাত থামবে কি না, তা মূলত নির্ভর করছে যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং দুই পক্ষ—ইসরায়েল ও ইরান—এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার ওপর। গোটা বিশ্বের নজর এখন যুদ্ধে অবতীর্ণ দুই দেশের পরবর্তী অবস্থানের ওপর। যেটি চলমান সংঘাতের ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত