ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

এবার আকাশসীমা বন্ধ করল আরব আমিরাত

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৩ ২৩:৩৭:৪৯
এবার আকাশসীমা বন্ধ করল আরব আমিরাত

কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

সোমবার (২৩ জুন) রাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (IRGC) এই হামলা চালায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার জানিয়েছে, ফ্লাইট পথ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও বিশ্লেষণ করে দেখা গেছে, আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এর আগে, কাতারের রাজধানী দোহার নিকটবর্তী আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ওই ঘাঁটিতে বর্তমানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে জানা গেছে, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত