ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, হামলার জবাব দিতে চায় ইরান
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইসরায়েল যুদ্ধ থামানোর পরিকল্পনায় এগোচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই বার্তা আরব মিত্রদের মাধ্যমে ইরানকে পৌঁছে দিয়েছে—তারা শিগগিরই সামরিক অভিযান শেষ করতে চায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আশা করছে, নির্ধারিত লক্ষ্যবস্তুতে অভিযানের কাজ কয়েক দিনের মধ্যেই শেষ হবে। এরপর যুদ্ধ বন্ধের পরিবেশ সৃষ্টি হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া না দিয়ে ইরান এখনই থামতে রাজি নয় বলে জানিয়েছেন আরব কূটনীতিকরা।
ইসরায়েলের নেতারা মনে করছেন, চলমান চাপের মধ্যে ইরান আবারও পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরতে পারে। এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে জানান, যদি ইরান তাদের পরমাণু কর্মসূচি বাতিল করতে সম্মত হয়, তাহলে ইসরায়েল এই মুহূর্তে অভিযান বন্ধ করতে প্রস্তুত। সবকিছু নির্ভর করছে ইরানের অবস্থানের ওপর। একটি সমঝোতা হলে ইসরায়েল নিজেদের অর্জনে সন্তুষ্ট থাকবে।
তবে ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েল তার প্রতিক্রিয়া আরও তীব্র করবে এবং এইবার লক্ষ্যবস্তু হবে ইরানি নেতৃত্ব।
ওয়াল্লা সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে সরকার-নিয়ন্ত্রিত স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল বার্তা দিতে চেয়েছে—যুদ্ধ বন্ধ না হলে আক্রমণ আরও তীব্র হবে।
নিরাপত্তা সূত্রগুলো বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এই সংঘাত বন্ধে প্রধান বাধা হিসেবে রয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আশা করছে, যৌথ চাপের ফলে ইরান আলোচনায় ফিরবে এবং পারমাণবিক কর্মসূচি বন্ধে বাধ্য হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র