ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
মধ্যপ্রাচ্যের এক দেশের মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকতে বলল যুক্তরাষ্ট্র
.jpg)
ইরান ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহ ধরে চলা হামলা-পাল্টা হামলায় অস্থিতিশীল হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একযোগে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
এই অবস্থায় কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দোহায় মার্কিন দূতাবাস।
স্থানীয় সময় রোববার (২২ জুন) দূতাবাস থেকে জারি করা এক সতর্ক বার্তায় বলা হয়, “সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাতারে অবস্থানরত সব মার্কিন নাগরিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ অবস্থানেই থাকার আহ্বান জানানো হচ্ছে।” খবর সিএনএনের।
উল্লেখ্য, সতর্কতামূলক ওই বার্তায় কোনো নির্দিষ্ট হুমকি বা কারণের উল্লেখ করা হয়নি। দোহায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।’
এ সতর্কতা এসেছে এমন এক সময়, যখন ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।
এই পরিস্থিতিতে কাতারে জারি করা সতর্কতা যে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার শঙ্কা থেকেই এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর পাল্টা পদক্ষেপ নিতে পারে ইরান। এর আগেও গত সপ্তাহে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিক ও কূটনীতিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছিল।
কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র হিসেবে পরিচিত। দেশটিতে অবস্থিত ‘আল উদেইদ এয়ার বেস’ যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক বিমান অভিযান ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার