ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঘরে বসেই আয়, কন্টেন্ট তৈরিতে সেরা প্ল্যাটফর্মের তালিকা দেখে নিন

ডুয়া নিউজ- তথ্য প্রযুক্তি
২০২৫ জুন ২৩ ১২:৫৬:৪১
ঘরে বসেই আয়, কন্টেন্ট তৈরিতে সেরা প্ল্যাটফর্মের তালিকা দেখে নিন

ডিজিটাল দুনিয়ার দ্রুত অগ্রগতির ফলে ঘরে বসেই আয় করা এখন অনেকের বাস্তবতা। বিশেষ করে কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জনের সম্ভাবনা এখন আগের চেয়ে বহুগুণ বেড়েছে। ভিডিও, লেখা, ডিজাইন কিংবা নিউজলেটার—নিজের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্ল্যাটফর্ম বেছে নিয়ে আয় করা সম্ভব।

সম্প্রতি অনলাইনভিত্তিক আয় সম্পর্কে সচেতনতা বাড়তে থাকায় কনটেন্ট নির্মাতাদের জন্য সেরা কিছু প্ল্যাটফর্মের তালিকা প্রকাশ করা হয়েছে। নিচে আয়ের সুযোগ অনুযায়ী উল্লেখযোগ্য কয়েকটি মাধ্যম তুলে ধরা হলো:

ইউটিউব:

ভিডিও নির্মাতাদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। আয়ের উৎস হিসেবে রয়েছে গুগল অ্যাডসেন্স, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, সুপারচ্যাট ও চ্যানেল মেম্বারশিপ সুবিধা।

ফেসবুক:

রিলস বোনাস, ইনস্ট্যান্ট আর্টিকেল, সাবস্ক্রিপশন এবং ব্র্যান্ডেড কনটেন্টের মাধ্যমে আয় করা যায়। ‘ক্রিয়েটর স্টুডিও’ ব্যবহার করে কনটেন্ট পারফরম্যান্সও পর্যবেক্ষণ করা সম্ভব।

টিকটক:

অল্প সময়ে ফলোয়ার বাড়ানোর সুযোগ থাকায় এটি তরুণদের কাছে জনপ্রিয়। এখানে আয় হয় ক্রিয়েটর ফান্ড, ব্র্যান্ড চুক্তি ও লাইভ গিফটের মাধ্যমে।

ফাইভার ও আপওয়ার্ক:

ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হিসেবে এই দুই প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং, ডিজাইন, কনটেন্ট রাইটিং ও মার্কেটিংয়ের মতো কাজের মাধ্যমে আয় করা যায়। আপওয়ার্কে দীর্ঘমেয়াদি ও বড় বাজেটের কাজের সুযোগ বেশি।

মিডিয়াম:

ইংরেজিতে লেখালেখি করতে পারলে ‘পার্টনার প্রোগ্রাম’-এর মাধ্যমে পাঠকভিত্তিক ইনকাম করা যায়।

Ko-fi ও Patreon:

ভক্তদের কাছ থেকে সাবস্ক্রিপশন বা ডোনেশন পদ্ধতিতে সরাসরি আয় করতে পারেন কনটেন্ট নির্মাতারা।

নিউজলেটার:

Substack, Beehiiv-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের লেখা নিয়মিত পাঠিয়ে সাবস্ক্রিপশনের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, সময় ও শ্রম দিয়ে একবার নিজেকে প্রতিষ্ঠা করা গেলে এসব প্ল্যাটফর্ম থেকেই গড়ে তোলা সম্ভব একটি পূর্ণকালীন ক্যারিয়ার। তাই আগ্রহ ও দক্ষতা অনুযায়ী সঠিক মাধ্যম বেছে নিয়ে কৌশলীভাবে কনটেন্ট তৈরি করতে পরামর্শ দিয়েছেন তারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: আয় ঘরে বসে

সর্বোচ্চ পঠিত

ঢাবি দিবসে আজ যত আয়োজন

ঢাবি দিবসে আজ যত আয়োজন

'বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে আজ ১ জুলাই ২০২৫ মঙ্গলবার ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এ... বিস্তারিত