ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ইরানের সঙ্গে যুদ্ধ করছে না যুক্তরাষ্ট্র : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত নয় বরং দেশটির পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করেই সাম্প্রতিক সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
রোববার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই। আমরা যুদ্ধ করছি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে।” তার ভাষ্য, এই কর্মসূচিই ভবিষ্যতে বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে।
ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। এই হামলার ফলে ইরানের পারমাণবিক সক্ষমতা অনেকটাই পিছিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
“এই অভিযান ছিল অত্যন্ত সফল। মাত্র একদিনেই আমরা ইরানের পারমাণবিক অগ্রগতিকে কয়েক ধাপ পেছনে ঠেলে দিয়েছি” বলেন ভ্যান্স।
যুক্তরাষ্ট্র স্থলযুদ্ধে যেতে চায় না বলেও জানান তিনি। বরং ইরান যেন পরমাণু অস্ত্র তৈরির পথ থেকে সরে আসে—এই লক্ষ্যেই তারা কাজ করছে। “আমরা শান্তি চাই তবে সেই শান্তি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে হবে,” বলেন ভাইস প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কখনও কূটনৈতিক পথ থেকে সরে আসেনি। তবে ইরান বরাবরই আলোচনায় অনিচ্ছা দেখিয়েছে।
এদিকে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। ভ্যান্স এই পদক্ষেপকে ‘আত্মঘাতী’ বলে মন্তব্য করেন। “তারা যদি বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিতে ফেলতে চায় সেটি তাদের সিদ্ধান্ত,” বলেন তিনি।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে উত্তেজনা শুরু হয়। পাল্টা জবাব দেয় ইরান। এরপর যুক্তরাষ্ট্রও সরাসরি হামলায় অংশ নেয়। এর প্রতিক্রিয়ায় ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে এবং মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ করেছে।
ভ্যান্স সতর্ক করে বলেন, “ইরান যদি আমাদের সেনাদের টার্গেট করে সেটা হবে মারাত্মক ভুল। আমরা তখন সর্বশক্তি দিয়ে জবাব দেব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার