ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
ইরানে মার্কিন হামলার পর জরুরি বৈঠক ডাকলো আইএইএ
ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে সোমবার (২৩ জুন) জরুরি বৈঠক আহ্বান করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)। রোববার (২২ জুন) জাতিসংঘের এ সংস্থার প্রধান বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে IAEA’র কাছে তদন্ত দাবি করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, তেহরান চায়—এই হামলার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হোক। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের বিরুদ্ধে IAEA যেন নিন্দা জানায়, সে আহ্বানও জানানো হয়েছে।
তবে IAEA জানায়, যুক্তরাষ্ট্রের হামলার পর তেজস্ক্রিয়তার মাত্রা আশপাশের এলাকায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। সংস্থাটি আরও জানায়, পরিস্থিতি তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে রোববার ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান—এই তিন পারমাণবিক স্থাপনায় একযোগে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অত্যন্ত সফলভাবে হামলা চালিয়েছি। এমনকি ফোর্দো কেন্দ্র, যা মাটির ২৬২ ফুট নিচে অবস্থিত, সেখানেও সফলভাবে বোমা ফেলা হয়েছে। আমাদের বিমানগুলো এখন ঘাঁটিতে ফিরে যাচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস