ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ইরানে হামলার পর ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অচল, উত্তেজনা তুঙ্গে

২০২৫ জুন ২২ ১৪:২৪:০১

ইরানে হামলার পর ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অচল, উত্তেজনা তুঙ্গে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার ঘোষণা দেওয়ার পরপরই প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে অচল হয়ে পড়ে। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এই বিভ্রাট শুরু হয়, যা অনেকক্ষণ ধরে চলে। তবে বর্তমানে প্ল্যাটফর্মটি আবার স্বাভাবিকভাবে চলছে।

এর আগে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, "আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতান্‌জ ও ইস্পাহানে অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।"

ট্রাম্পের ঘোষণাটির ঠিক সাত মিনিট পর ৭টা ৫৩ মিনিটে ট্রাম্পের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করা হয়। এরপর স্থানীয় সময় রাত ৮টার পর থেকে ট্রুথ সোশ্যাল ব্যবহার করতে গিয়ে বিশ্বব্যাপী বহু ব্যবহারকারী সমস্যার মুখে পড়েন।

তারপর অনেকেই ‘নেটওয়ার্ক ফেইলড’ বা ‘প্লিজ ট্রাই অ্যাগেইন’ বার্তা দেখতে পান। প্রযুক্তি ত্রুটি শনাক্তকারী সাইট ডাউনটেকারও রাত ৮টার দিকে ট্রুথ সোশ্যালের অচল হয়ে পড়ার অনেক রিপোর্ট পায়।

এ বিষয়ে ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস তাদের ব্লুস্কাই অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, "ডোনাল্ড ট্রাম্প ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার ঘোষণা দেওয়ার পরপরই ট্রুথ সোশ্যাল আন্তর্জাতিকভাবে অনেক ব্যবহারকারীর জন্য অচল হয়ে পড়েছে। এ ঘটনা দেশীয় পর্যায়ে কোনো ইন্টারনেট ব্লক বা ফিল্টারিংয়ের সঙ্গে সম্পর্কিত নয়।"

দ্য নিউ ইয়র্ক টাইমসের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ফোরদো ও নাতান্‌জে বিমান হামলা চালিয়েছে। তবে হামলার ফলে ওই স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত বুধবার কিছু ব্যবহারকারীকে ইমেইল পাঠিয়ে ট্রাম্পের অ্যাকাউন্ট অনুসরণ করার আহ্বান জানিয়েছিল ট্রুথ সোশ্যাল। সেখানে লেখা ছিল, "যদি আপনি প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে ট্রুথ সোশ্যালে অনুসরণ না করেন, তবে আপনি আজকের বিশ্ব পরিস্থিতি বোঝার একটি গুরুত্বপূর্ণ উৎস মিস করছেন।"

প্রসঙ্গত, ইসরায়েল গত ১৩ জুন প্রথম ইরানে বিমান হামলা শুরু করে। এরপর থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে একাধিকবার হামলা চালিয়েছে। এতে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সব জায়গায় আতঙ্ক বিরাজ করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সিদ্ধান্তে প্রতি ভরিতে ৩ হাজার ৪৫২... বিস্তারিত