ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২
দুই খাত সংস্কারে ৯০ কোটি ডলার ঋণ অনুমোদন
বাংলাদেশের ব্যাংক খাতকে শক্তিশালী করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুইটি পৃথক প্রকল্পে ৯০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২.২০ টাকা) এই অর্থের পরিমাণ প্রায় ১০ হাজার ৯৯৮ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৯ জুন) ম্যানিলায় এডিবির সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণ অনুমোদিত হয়। মোট অর্থের মধ্যে ৫০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে, আর বাকি ৪০ কোটি ডলার বরাদ্দ হয়েছে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির জন্য।
‘ব্যাংকখাত স্থিতিশীলকরণ ও সংস্কার কর্মসূচি (উপ-প্রকল্প ১)’ শীর্ষক এই প্রকল্পের আওতায় ব্যাংক খাতের তত্ত্বাবধান, করপোরেট সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে কাজ করা হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং খেলাপি ঋণের সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।
এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, এই অর্থায়ন নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তির পথ সহজ করবে। এতে করে আর্থিক অন্তর্ভুক্তিও বাড়বে।
এছাড়া ‘জলবায়ু-সহনশীল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি (দ্বিতীয় ধাপ)’ শীর্ষক প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়ানো, নির্গমন হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
এই প্রকল্পে সহ-অর্থায়ন হিসেবে থাকছে ফরাসি সংস্থা এএফডির ১১.৩ কোটি ডলার এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (AIIB) ৪০ কোটি ডলার।
এডিবির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সমীর কাঠিওয়াড়া জানান, প্রকল্পটি সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করবে, জলবায়ু অর্থায়নের বাধা দূর করবে এবং অভিযোজন ও প্রশমন প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। একইসঙ্গে এটি ‘বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারত্ব’ গঠনের মাধ্যমে সরকারি মন্ত্রণালয়গুলোকে প্রকল্প প্রস্তুত ও বাস্তবায়নে সহায়তা করবে।
এছাড়াও স্থানীয় পর্যায়ে যুব এবং লিঙ্গ-সংবেদনশীল অভিযোজন কৌশলকে শক্তিশালী করতে এবং শস্য বিমা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় একটি জাতীয় কৌশল উন্নয়নে অবদান রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল