ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সম্ভাব্য

যু'দ্ধের প্রস্তুতি নিচ্ছে আরেক মু'সলিম দেশ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ১৯ ১৮:৪১:৪৬
যু'দ্ধের প্রস্তুতি নিচ্ছে আরেক মু'সলিম দেশ

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক। এই প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ জুন) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে এক প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা জানান, সংঘাতের কারণে ইরানের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কে অনিয়মিতভাবে অভিবাসনের কোনো ঢল দেখা যায়নি বলেও জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত চলায় ইরানের সঙ্গে নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তবে তিনি বলেছেন, 'ইরান থেকে তুরস্কে এখন পর্যন্ত কোনও অনিয়মিত অভিবাসনের ঢল দেখা যায়নি।'

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, "দেশে তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে বহুস্তরবিশিষ্ট সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য।"

তিনি আরও বলেছেন, "ইসরায়েল তার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী ইরানে হামলা চালানোর পরপরই তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধবিমান আকাশে উড়েছিল। ইসরায়েলি বিমানের আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কায় এসব বিমান এখনও সীমান্তে টহল দিচ্ছে।"

এর আগে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মন্তব্য করেন, দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস ও গুণ্ডামির বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার ইরানের রয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে তিনি বলেন, "নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও গুণ্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই স্বাভাবিক, বৈধ এবং আইনি অধিকার।"

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে এরদোয়ান বলেন, "নেতানিয়াহু এ অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।"

তুর্কিয়্যের প্রেসিডেন্ট আরও বলেছেন, "ফিলিস্তিনের গাজায় ‘যুদ্ধাপরাধী’ নেতানিয়াহু যে গণহত্যা চালিয়েছেন, এর মাধ্যমে তিনি জার্মান নাৎসি নেতা এডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন।"

সূত্র: রয়টার্স

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত