ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনাকে খুঁজে পাওয়া যায়নি, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

২০২৫ জুন ১৬ ১৯:১৫:১৯

হাসিনাকে খুঁজে পাওয়া যায়নি, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জুলাই-আগস্টের গণহত্যা ঘটনার মানবতাবিরোধী অপরাধ মামলায় হাজির করতে দুইটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ জুন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেয়। এসময় মামলার অপর আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত ছিলেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত ১ জুন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গৃহীত হয়। অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মামুন। একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অভিযোগপত্র আদালতে পড়ে শোনান প্রসিকিউটররা, যা সরাসরি সম্প্রচার করা হয়।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

১২ মে তদন্ত সংস্থার কর্মকর্তারা জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে প্রতিবেদন জমা দেন, যেখানে শেখ হাসিনাকে ওই ঘটনার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।

১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দেয়।

গত বছরের ১৭ ডিসেম্বরও একই ধরনের দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের-সহ ৪৬ জনের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন... বিস্তারিত