ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

ই'রান-ই'সরায়েল উত্তেজনায় আইএইএর জরুরি বৈঠক আজ

২০২৫ জুন ১৬ ১৬:৫৭:৪৯

ই'রান-ই'সরায়েল উত্তেজনায় আইএইএর জরুরি বৈঠক আজ

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। এ হামলা-পাল্টা হামলার পরিণতিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে সোমবার (১৬ জুন) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সদর দপ্তরে জরুরি বৈঠকে বসছে সংস্থাটির বোর্ড অব গভর্নরস। রাশিয়া, চীন এবং ভেনেজুয়েলার সমর্থনে ও ইরানের অনুরোধে এ বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানিয়েছেন, ইসরায়েল ইরানের ইসফাহান, ফোর্দো এবং নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে। এসব হামলায় ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন শীর্ষ পর্যায়ের।

ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে আইএইএর বোর্ডের কাছে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানিয়েছে। তবে পরিস্থিতি ও পশ্চিমা রাষ্ট্রগুলোর অবস্থান বিবেচনায় নিন্দা প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। বৈঠকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ‘দ্য রাইজিং লায়ন’ নামের একটি সামরিক অভিযান চালিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। ধারণা করা হচ্ছে, ইরানকে ‘অস্তিত্বগত হুমকি’ মনে করেই এ হামলা চালায় ইসরায়েল।

মার্কিন গোয়েন্দাদের মতে, ফেব্রুয়ারি থেকেই ইসরায়েলের এ হামলার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। ইসরায়েল বরাবরই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন, আর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথে ঠেকাতে সামরিক হামলাই একমাত্র কার্যকর পথ বলে বিশ্বাস করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। তবে তিনি স্বীকার করেন,... বিস্তারিত