ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
দেড় দশক পর প্রভাবমুক্ত বিকেএমইএ: নিট রপ্তানি বৃদ্ধিতে নতুন পরিকল্পনা
 
                                    বাংলাদেশের নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)’র নতুন নেতৃত্ব নিট রপ্তানি বাজারকে আরও বিস্তৃত করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সম্ভাব্য ও বর্তমান ক্রেতাদের নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একাধিক রোড শো ও প্রদর্শনীর আয়োজন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিট শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবারও উৎপাদনে ফিরিয়ে আনা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোর কর্মক্ষমতা বাড়ানোর উপরও বিকেএমইএ জোর দেবে।
নতুন নেতৃত্বের লক্ষ্য ও চ্যালেঞ্জ
বিকেএমইএ’র নবনির্বাচিত সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ হাতেম উল্লেখ করেন, দীর্ঘ প্রায় দেড় দশক পর বিকেএমইএ প্রভাবশালীদের হাত থেকে মুক্ত হয়ে একটি নতুন দিগন্তে পা রেখেছে। তিনি বলেন, "নিট রপ্তানির প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের উদ্যোক্তারা বরাবরই সমস্যা-সংকটের মধ্যে বাজার ধরে রেখেছেন।" তিনি জ্বালানি সংকট, শ্রমিক অসন্তোষ এবং উৎপাদন ক্ষমতার সীমাবদ্ধতাকে নিত্যদিনের সমস্যা হিসেবে চিহ্নিত করেন। এত প্রতিকূলতা সত্ত্বেও নিট পোশাক রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনাকে তিনি 'বিশাল' বলে আখ্যায়িত করেন।
স্থবিরতার কারণ ও রাজনৈতিক প্রভাব
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ হাতেম বলেন, সরকারের নিবিড় সহযোগিতার অভাবে দীর্ঘদিন পোশাক খাতে যে স্থবিরতা ছিল, তার জন্য কিছু মালিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী। বিএকেএমই’র এই শীর্ষ নেতা কারণ হিসেবে উল্লেখ করেন, "ব্যবসায়ীরা যখন নেতৃত্ব দেবেন, তখন তাদের রাজনীতিতে থাকলে সেই নেতৃত্ব সঠিক গতি পায় না।" তার মতে, উদ্যোক্তাদের দাবি আদায়ে রাজনৈতিক লেজুড়ভিত্তিক ব্যবসায়ী নেতাদের ভূমিকা রাখার খুব একটা সুযোগ থাকে না। এ কারণেই বিগত দেড় দশকে পোশাক খাত খুব একটা এগিয়ে যেতে পারেনি বলে তিনি মনে করেন।
নতুন চমক ও অগ্রাধিকার
সম্প্রতি নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। বিকেএমইএ সদস্যদের জন্য নতুন পরিষদের চমক কী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "নিট রপ্তানিকারকরা বছরের পর বছর সমস্যার মধ্যে তাদের শিল্পের চাকা সচল রেখেছেন। এই খাতে কখনো গ্যাস সংকট, আবার কখনো বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। মাঝে মাঝেই দেখা দেয় শ্রমিক অসন্তোষ।"
অন্যদিকে, নতুন বাজার সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মিশনে যেভাবে কাজ করা দরকার ছিল, প্রায় এক দশক ধরে সেভাবে তা হয়নি। মিশনে কর্মরত বাংলাদেশি কর্মকর্তারাও রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে তিনি মনে করেন। তাদের মধ্যে দলীয় পরিচয় বড় হয়ে ওঠায় কোনো জবাবদিহিতা ছিল না বলেও তার অভিযোগ।
মোহাম্মদ হাতেম আশা প্রকাশ করেন, এসব সমস্যার দ্রুত সমাধান হবে। বিকেএমইএ’র নতুন নেতৃত্ব সদস্য কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রপ্তানি বাজার উদ্ধার ও সম্প্রসারণে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। এই উদ্যোগগুলো বাংলাদেশের নিটওয়্যার শিল্পের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
 
                         
                    -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
             
             
            -300x200.jpg) 
             
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    