ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
উৎপাদনে শতভাগ কর অব্যাহতি পেল যেসব ইলেক্ট্রনিক পণ্য

দেশীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালি যন্ত্রপাতি শিল্পের বিকাশে সরকারের নীতিগত সহায়তা অব্যাহত রয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অব্যাহতির তালিকায় রাইস কুকার ও গ্যাস স্টোভ যুক্ত করেছে। ২০২১ সালে প্রথমবারের মতো হোম অ্যাপ্লায়েন্স খাতে শতভাগ কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছিল, যার আওতায় ইতিমধ্যেই ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ ওভেনসহ সাতটি পণ্য অন্তর্ভুক্ত ছিল। নতুন এই সংযোজনের মাধ্যমে স্থানীয় উৎপাদকরা আরও বেশি সুবিধা পাবেন।
এই কর অব্যাহতি সুবিধা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। তবে সুবিধা পাওয়ার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রতিষ্ঠানকে অবশ্যই কোম্পানি আইন ও বিডার অধীনে নিবন্ধিত হতে হবে, নিজস্ব কারখানায় কমপক্ষে ৩০ শতাংশ মূল্য সংযোজন নিশ্চিত করতে হবে এবং আয়কর অধ্যাদেশের সকল বিধান মেনে চলতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, এই সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট পণ্যের উৎপাদন থেকে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সুবিধা প্রাপ্তির জন্য প্রতিষ্ঠানগুলোকে এনবিআরে আবেদন করতে হবে। আবেদনের প্রেক্ষিতে গঠিত একটি বিশেষ কমিটি প্রতিষ্ঠানের সকল তথ্য যাচাই-বাছাই করবে। এই কমিটিতে এনবিআরের কর আপীল ও অব্যাহতি বিভাগের প্রথম সচিব আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সংশ্লিষ্ট উপকর কমিশনার এবং একজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও কমিটিতে থাকবেন।
বাংলাদেশ থেকে ইলেকট্রনিক্স পণ্যের রপ্তানি ক্রমেই বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি যন্ত্রপাতি বিদেশে রপ্তানি হচ্ছে। শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই ধরনের নীতিগত সহায়তা অব্যাহত থাকলে ইলেকট্রনিক্স শিল্প দেশের অর্থনীতিতে পোশাক শিল্পের পরই দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাতে পরিণত হতে পারে।
সরকারের এই উদ্যোগের ফলে একদিকে যেমন দেশীয় উৎপাদন বাড়বে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি আয় বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইলেকট্রনিক্স শিল্পের এই অগ্রযাত্রা বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে একটি নতুন মাত্রা যোগ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি