ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
রাজশাহীতে রেলপথ অবরোধ
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে স্টেশনের পাশে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন থামিয়ে এই অবরোধ শুরু হয়। এতে রাজশাহীর সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
বিক্ষোভকারীরা স্টেশনের উন্নয়ন ও অন্তত চারটি আন্তঃনগর ট্রেন — সিল্কসিটি এক্সপ্রেস, সাগরদাড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস — এর যাত্রাবিরতির দাবি জানান। বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা আন্দোলনে অংশ নেন।
নন্দনগাছী স্টেশনটি স্থাপিত হয় ১৯২৯ সালে বরকতপুর এলাকায়। শতবর্ষী স্টেশনটি ২০১৫ সালের শেষদিকে বন্ধ হয়ে যায়। আগে যেখানে ১২ জন কর্মকর্তা-কর্মচারী থাকতেন, এখন কেবল একজন পোর্টারম্যান রয়েছেন। বর্তমানে শুধুমাত্র দুটি লোকাল ট্রেন এই স্টেশনে থামে।
বিক্ষোভকারীদের একজন সুমন জানান, “ট্রেন থামবে বলে লাইন সংস্কার করা হয়েছে। কিন্তু এখনো কোনো আন্তঃনগর ট্রেন থামছে না। গত ১ মে আন্দোলনের পর কর্তৃপক্ষ ১ জুন থেকে ট্রেন থামানোর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা বাস্তবায়ন হয়নি।”
সাগরদাড়ি ট্রেনের যাত্রী সুজন আলী বলেন, “নন্দনগাছী পৌঁছে ট্রেন হঠাৎ থেমে যায়। পরে নিচে নেমে দেখি রেললাইনে লাল পতাকা লাগিয়ে অবরোধ করেছে স্থানীয়রা। এক ঘণ্টার বেশি সময় ধরে ট্রেনটি দাঁড়িয়ে আছে, এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।”
আরেক যাত্রী সাইফুল ইসলাম জানান, “এই ট্রেনে অনেক অসুস্থ যাত্রী ও নারী-শিশু রয়েছেন যারা রাজশাহীতে চিকিৎসা নিতে যাচ্ছিলেন। গরমে তারা ভোগান্তিতে পড়েছেন। দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দরকার।”
এর আগে গত ১ মে চারঘাট ও বাঘা উপজেলার হাজারো মানুষ একই দাবিতে বরেন্দ্র এক্সপ্রেসসহ দুটি ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে স্টেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তবে ট্রেনগুলো মাঝে মাঝে ক্রসিংয়ের জন্য দাঁড়ালেও কোনো নির্ধারিত যাত্রাবিরতি নেই।
সাগরদাড়ি এক্সপ্রেসের গার্ড মজিবুদ দৌল্লা জানান, অবরোধের বিষয়ে আগে থেকে কিছু জানা ছিল না। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পাকশী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “রেললাইনে একটি ট্রেন আটকে আছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। দাবি নিয়ে আলোচনার পর বাসার আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এর ফলে বুধবার (১১ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে ট্রেন চলাচল ফের শুরু হয়। প্রথমে নন্দনগাছি স্টেশন থেকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি