ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

মেট্রোরেল ভ্রমণকারীদের মাস্ক পরার অনুরোধ

২০২৫ জুন ০৯ ১৭:৫৯:১৯

মেট্রোরেল ভ্রমণকারীদের মাস্ক পরার অনুরোধ

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে মেট্রোরেলে ভ্রমণকালে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ সোমবার (০৯ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

২০২২ সাল থেকে দেশে করোনা সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করে। পরবর্তী বছরে করোনা রোগী শনাক্তের হার প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। তখন মাস্ক পরার বিধিনিষেধও তুলে নেওয়া হয়। তবে সম্প্রতি দেশে আবার করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে ৪৩টি পিসিআর পরীক্ষায় ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে দেশে ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন যা মে মাসে বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আবারও মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন এবং সংক্রমণ থেকে সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

কোরবানি ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরতে রেলপথ মন্ত্রণালয়ও অনুরোধ জানিয়েছে।

শুধু বাংলাদেশে নয়, সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়ার শঙ্কাও দেখা দিয়েছে। ১ জুন পর্যন্ত সেখানে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ৩,৭০০ জন এবং অন্তত ২ জনের মৃত্যু হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত