ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ০৬ ২৩:৫৪:২৫
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এলো দারুণ সুখবর। শিক্ষা খাতে নিয়োজিত এই বৃহৎ জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সম্প্রতি সাংবাদিকদের জানান, এমপিওভুক্ত শিক্ষকরা এবার সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন। এতে তারা অবসরকালীন সময়েও একটি নির্দিষ্ট মাসিক ভাতা পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।

শুধু তাই নয়, সংশ্লিষ্ট শিক্ষকরা স্বাস্থ্যবীমার সুবিধাও পাবেন, যার মাধ্যমে চিকিৎসা ব্যয় বহন সহজ হবে এবং পরিবারসহ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।

শিক্ষা পেশায় নিয়োজিতদের জন্য এই দুটি উদ্যোগ এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি যেমন শিক্ষকদের মর্যাদা ও সম্মান বাড়াবে, তেমনি দেশের শিক্ষা ব্যবস্থায় পেশাদারিত্ব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও সহায়ক হবে।

পেনশনের সুবিধা

পেনশনের আওতায় আসা শিক্ষকদের জন্য দুটি মূল সুবিধা থাকছে- অবসরের সময় ৩০ শতাংশ নগদ অর্থ এবং মাসিক পেনশন।

অবসরের সময় ৩০ শতাংশ নগদ অর্থ

অবসরের সঙ্গে সঙ্গেই একজন শিক্ষক তার পেনশনের ৩০ শতাংশ অর্থ নগদ পেয়ে যাবেন। এটি তাদের অবসরের শুরুর দিনগুলোতে আর্থিক স্বস্তি দেবে।

মাসিক পেনশন

অবসরের পর শিক্ষকরা প্রতি মাসে পেনশন পাবেন। সচিব সিদ্দিক জোবায়েরের মতে, এই মাসিক পেনশনের পরিমাণ কমপক্ষে ৪০ হাজার টাকা হবে।

বর্তমানে শিক্ষকরা তাদের আয়ের ১০ শতাংশ পেনশন ফান্ডে অবদান রাখেন। তবে শিক্ষা সচিব মনে করেন এটি যথেষ্ট নয়। তাই তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের চাকরি কমপক্ষে ১০ বছর বাকি আছে, তারাও এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবেন। মন্ত্রণালয় নিশ্চিত করবে, একজন শিক্ষকের যদি কমপক্ষে ১৫ বছর পেনশন লাইফ থাকে, তাহলে নতুন স্কিমে তারা আগের চেয়ে কম অর্থ পাবেন না।

স্বাস্থ্যবীমার সুবিধা

পেনশনের পাশাপাশি স্বাস্থ্যবীমা শিক্ষকদের জন্য একটি অতিরিক্ত এবং গুরুত্বপূর্ণ সুবিধা। শিক্ষা সচিব বলেন, "আমরা অতিরিক্ত হিসেবে যে জিনিসটা দিচ্ছি, সেটা হলো তাদের স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসা। কারণ, অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন।"

এই স্বাস্থ্যবীমা শিক্ষকদের অবসরের পর চিকিৎসার খরচ মেটাতে সাহায্য করবে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত