ঢাকা, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২

দেশজুড়ে করোনার নতুন প্রাদুর্ভাব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ জুন ০৬ ২১:২০:১৭
দেশজুড়ে করোনার নতুন প্রাদুর্ভাব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

নতুন করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ স্থানে সবাইকে মাস্ক পরতে অনুরোধ করা হচ্ছে। বিশেষভাবে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এই সতর্কতাকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তারা বলেন, ব্যক্তিগত সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। মাস্ক ব্যবহারের পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং ভিড় এড়িয়ে চলার ওপর জোর দিয়েছেন তারা।

সরকারি সূত্র জানায়, বিভিন্ন জেলায় নতুন করে কোভিড-১৯ শনাক্ত হচ্ছে, যা পরিস্থিতিকে পুনরায় চিন্তার জায়গায় নিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে জনগণকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত