ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সদস্য সচিবের ঈদ শুভেচ্ছা

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তাঁরা দেশের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ত্যাগের মহিমা ও আত্মত্যাগের শিক্ষা
আজ বৃহস্পতিবার (০৫ জুন) এক বিবৃতিতে শামসুজ্জামান দুদু ও আবদুল বারী ড্যানী বলেন, "ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনকে আরো উদ্ভাসিত করুক, মহান আল্লাহর কাছে আমরা এই কামনা করছি।"
নেতৃদ্বয় ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, "আল্লাহর নির্দেশ পালনে নবী ইব্রাহীম (আ.) নিজের প্রিয় সন্তানকে কোরবানি করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে নবী ইসমাঈল (আ.) নিজের জীবনকে উৎসর্গ করার প্রচেষ্টা চালিয়েছিলেন।"
নেতৃবৃন্দ আরও বলেন, "পশু জবাই করার সাথে সাথে আমাদের মনের পশুত্বকেও কোরবানি দিয়ে সে ইসমাঈলী চেতনায় নিজেদেরকে শানিত করতে হবে। পবিত্র ঈদুল আজহা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাকওয়া ভিত্তিক একটি সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সর্বোচ্চ আত্মত্যাগের শিক্ষা দেয়।"
ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য স্থাপনের এক অবারিত প্রত্যয় সৃষ্টি হয়েছে। পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের সুযোগ তৈরি হয়েছে।" আশা করি, এই বার্তা সমাজের প্রতিটি স্তরের মানুষকে একতার বন্ধনে আবদ্ধ হতে এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে সম্মিলিত অগ্রগতিতে অংশ নিতে অনুপ্রাণিত করবে।
গণতন্ত্র প্রতিষ্ঠা ও নব উদ্যমের প্রত্যাশা
শামসুজ্জামান দুদু ও আবদুল বারী ড্যানী আশা প্রকাশ করেন যে, পবিত্র ঈদুল আজহা আমাদের সকলকে নতুন উদ্যম ও শক্তি নিয়ে আলোকিত করবে। তাঁরা বিশ্বাস করেন, এই উৎসবের আত্মিক শিক্ষা আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও সুদৃঢ় করবে। বিশেষত, দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যেন সবাই মিলে দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর