ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
মরক্কোয় কোরবানি না দেওয়ার সরকারি আদেশ জারি

মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ মরক্কোতে চলতি বছর ঈদুল আজহায় পশু কোরবানি না দেওয়ার সরকারি আদেশ জারি করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৬ জুন) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হলেও এবার সেই উৎসবে কোরবানি থেকে বিরত থাকতে বলা হয়েছে নাগরিকদের।
বুধবার (৪ জুন) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা রাজকীয় ডিক্রি পড়ে শোনান। ডিক্রিতে উল্লেখ করা হয় চলমান খরা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে পশু সংকট দেখা দিয়েছে আর সে কারণেই এ বছর কোরবানি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন রাজা।
পশু সংকট ও পরিবেশগত উদ্বেগ
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক বছর ধরে চলমান খরার কারণে পশুর সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। অবশিষ্ট পশুগুলো সংরক্ষণ এবং কৃষি খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তা ও নজরদারি জোরদার
সরকারি আদেশ বাস্তবায়নে বাড়ানো হয়েছে নজরদারি। তৈরি করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী যারা পশু পরিবহন ও কোরবানি প্রতিরোধে মাঠে থাকবে। কেউ আদেশ অমান্য করলে তাকে আর্থিক জরিমানা এবং পশু জব্দের বিধানও রাখা হয়েছে।
কৃষকদের ক্ষোভ ও দাবি
দেশটির একটি কৃষি সংগঠনের প্রধান আব্দেল ফাত্তাহ আমের জানিয়েছেন, খরায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ঈদকে সামনে রেখে পশু প্রস্তুত করেছিলেন বিক্রির জন্য। এখন কোরবানি নিষিদ্ধ হওয়ায় তারা আরও বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তিনি সরকারের কাছে কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের আহ্বান জানিয়েছেন।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে নিরাপত্তা বাহিনী বাড়ি বাড়ি গিয়ে কোরবানির জন্য কেনা ভেড়া জব্দ করছে। এই দৃশ্য দেখে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই জানিয়েছেন, তারা ধর্মীয় রীতির প্রতি অটল থাকবেন এবং কোরবানি দেবেনই।
তথ্যসূত্র: তুর্কি টুডে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে গেল চার ব্যাংক
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- সাত কোম্পানির বিনিয়োগকারীদের পুঁজির বড় অংশ উধাও
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- মোবাইলে কল এলেই ইন্টারনেট বন্ধ? এক মিনিটেই সমাধান!