ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে শর্তসাপেক্ষে পদোন্নতি দিচ্ছে সরকার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জানুয়ারি ০২ ১২:০১:৩২
৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে শর্তসাপেক্ষে পদোন্নতি দিচ্ছে সরকার

ডুয়া নিউজ: অবসরপ্রাপ্ত ৭৬৪ জন সরকারি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তাদের পুনঃবহালের দাবি উত্থাপন করা যাবে না—এমন শর্তে এই পদোন্নতি দেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বকেয়া বেতন বাবদ মোট ২১ কোটি টাকা দেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের এককালীন আনুতোষিক ও পেনশন বাবদ পরবর্তীতে পর্যায়ক্রমে অর্থ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের এই সিদ্ধান্তে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সংরক্ষণের বিষয়টিও বিবেচিত হয়েছে, যে কারণে গত ২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন সিদ্ধান্ত কার্যকরের ১৫ দিনের মধ্যে এবং প্রতি মাসের ৪ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের মনিটরিং বিভাগে পাঠাতে হবে।

গত ২৪ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পদোন্নতি দেওয়ার জন্য মোট ১৫৪০টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে মারা যাওয়া কর্মকর্তাদের পরিবার থেকে ১৯টি আবেদন ছিল। যাচাই-বাছাই শেষে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ এ ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে পদোন্নতির সুপারিশ করেছে কমিটি।

এই ৭৬৪ কর্মকর্তার মধ্যে ৯ জনের চার ধাপ, ৩৪ জনের তিন ধাপ, ১২৬ জনের দুই ধাপ ও ৫৯৫ জনের এক ধাপ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

কমলোএলপি গ্যাসের দাম

কমলোএলপি গ্যাসের দাম

১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে। ভোক্তাপর্যায়ে এ সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা, যা পূর্বের... বিস্তারিত

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা একত্রিত হয়ে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড... বিস্তারিত