ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
পাঁচ মাসে সরকারের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

ডুয়া নিউজ:সরকার ক্রমেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ছে। গত নভেম্বরে পাঁচ মাসের শেষে রাজস্ব ঘাটতি আগের মাসের তুলনায় আরও ১০ হাজার কোটি টাকা বেড়ে ৪২ হাজার কোটি টাকায় পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, অর্থনীতির প্রত্যাশিত গতি না ফিরাতে পারা এবং নিত্যপণ্যের আমদানিতে ট্যাক্স ছাড় দেওয়ার ফলে সরকারের রাজস্ব কমে গেছে। একই সময়ে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছু প্রতিষ্ঠানের উৎপাদন কমে যাওয়া কিংবা বন্ধ হওয়াও রাজস্ব হ্রাসের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচ্য সময়কালে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কমেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ, যার পরিমাণ ৩ হাজার ৪০৮ কোটি টাকা। ওই সময়ের মধ্যে নভেম্বর মাসে রাজস্ব আদায় কমেছে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা।
জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে তিন মাসে রাজস্ব আদায় গত অর্থবছরের একই সময়ের তুলনায় কম হয়েছে। ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান মাঠ পর্যায়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব আদায় বাড়ানোর উপায় নিয়ে বৈঠক করেন।
বৈঠকে একজন কমিশনার বলেছিলেন, "মানুষকে হয়রানি না করে ন্যায্য রাজস্ব আদায় নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান। একই সঙ্গে ভুয়া রাজস্ব রিপোর্টিংয়ের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।"
বর্তমান অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য হচ্ছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। নভেম্বর পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা।
এছাড়া, ৩৬ হাজার ৯০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করা হয়েছে ২৫ হাজার কোটি টাকার সামান্য বেশি, যেখানে গত বছর একই সময়ে আদায় হয়েছিল প্রায় ২৮ হাজার কোটি টাকা।
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনীতির মন্থর গতি ছাড়াও রাজস্ব কমানোর জন্য আরও কিছু কারণকে দায়ী করছেন এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি