ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
মেসিদের ছন্দহীন যাত্রা, প্রশ্নের মুখে কোচ মাশ্চেরানো
মেজর সকার লিগের (এমএলএস) গত মৌসুমে ইতিহাস গড়েছিল ইন্টার মায়ামি। সর্বোচ্চ পয়েন্ট তুলে নিয়ে দলটি জায়গা করে নেয় ক্লাব বিশ্বকাপে, যুক্তরাষ্ট্রের কোনো ক্লাব হিসেবে যা বিরল কীর্তি। কিন্তু এবার ভিন্ন চিত্র—লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও জর্দি আলবার মতো তারকা নিয়ে গড়া দলটি চলছে ছন্দহীনতায়।
সর্বশেষ ৮ ম্যাচে মাত্র একটি জয়, হজম করেছে ২৩ গোল! ফলে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন দলের কোচ, আর্জেন্টাইন সাবেক তারকা হাভিয়ের মাশ্চেরানো।
দলের এই দুর্দশার দায় স্বীকার করেছেন কোচ নিজেই। তিনি বলেন, দলের খেলোয়াড়দের শুরু থেকেই স্বাধীনভাবে খেলার বার্তা দিয়েছি। তারা যেন ভয়মুক্ত থাকে। যদি আমরা নিজেদের ছন্দে খেলতে না পারি, তাহলে মাঠে ভালো করা অসম্ভব। দায় আমার, খেলোয়াড়রা যেন শুধু খেলায় মনোযোগ দেয়—এটাই আমার চাওয়া।
তবে মাশ্চেরানোর এই দায় নেওয়াকে একতরফা মনে করছেন না দলের ডিফেন্ডার নোয়াহ অ্যালেন। তিনি বলেন, সব দোষ কোচের নয়। মাঠে আমরাই খেলি, তাই আমাদেরও দায়িত্ব নিতে হবে। মাশ্চেরানো যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু ফল না আসলে দায় কেবল তাঁর নয়।
মাশ্চেরানোর এই সংগ্রামের সময়েই গুঞ্জন—দলটির মালিক ডেভিড বেকহ্যাম নতুন কোচ খুঁজছেন। গোল ডটকমের খবরে বলা হয়েছে, ক্লাব আমেরিকার কোচ আন্দ্রে জার্দিনকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। তিনবারের লিগা এমএক্স শিরোপাজয়ী এই কোচের সঙ্গে ইন্টার মায়ামির কর্মকর্তাদের ভালো সম্পর্কও রয়েছে।
সব মিলিয়ে কোচিং ক্যারিয়ারের প্রথম বড় ক্লাব দায়িত্বেই বিপাকে মাশ্চেরানো। গত মৌসুমে জেরার্দো ‘টাটা’ মার্টিনোর অধীনে সাফল্য পেয়েছিল মায়ামি। ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর হঠাৎ দায়িত্ব ছাড়েন মার্টিনো। তাঁর স্থলাভিষিক্ত হন বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলের মেসির সাবেক সতীর্থ মাশ্চেরানো।
কিন্তু তার অধীনে মায়ামির পারফরম্যান্স হতাশাজনক। সর্বশেষ ১০ ম্যাচে মাত্র দুটি জয়, এমএলএসে অবস্থান সপ্তম। জুন-জুলাইতে ক্লাব বিশ্বকাপ সামনে, তার আগেই কী নতুন কোচ আসবে—তা সময়ই বলে দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)