ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২
মেসিদের ছন্দহীন যাত্রা, প্রশ্নের মুখে কোচ মাশ্চেরানো
.jpg)
মেজর সকার লিগের (এমএলএস) গত মৌসুমে ইতিহাস গড়েছিল ইন্টার মায়ামি। সর্বোচ্চ পয়েন্ট তুলে নিয়ে দলটি জায়গা করে নেয় ক্লাব বিশ্বকাপে, যুক্তরাষ্ট্রের কোনো ক্লাব হিসেবে যা বিরল কীর্তি। কিন্তু এবার ভিন্ন চিত্র—লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও জর্দি আলবার মতো তারকা নিয়ে গড়া দলটি চলছে ছন্দহীনতায়।
সর্বশেষ ৮ ম্যাচে মাত্র একটি জয়, হজম করেছে ২৩ গোল! ফলে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন দলের কোচ, আর্জেন্টাইন সাবেক তারকা হাভিয়ের মাশ্চেরানো।
দলের এই দুর্দশার দায় স্বীকার করেছেন কোচ নিজেই। তিনি বলেন, দলের খেলোয়াড়দের শুরু থেকেই স্বাধীনভাবে খেলার বার্তা দিয়েছি। তারা যেন ভয়মুক্ত থাকে। যদি আমরা নিজেদের ছন্দে খেলতে না পারি, তাহলে মাঠে ভালো করা অসম্ভব। দায় আমার, খেলোয়াড়রা যেন শুধু খেলায় মনোযোগ দেয়—এটাই আমার চাওয়া।
তবে মাশ্চেরানোর এই দায় নেওয়াকে একতরফা মনে করছেন না দলের ডিফেন্ডার নোয়াহ অ্যালেন। তিনি বলেন, সব দোষ কোচের নয়। মাঠে আমরাই খেলি, তাই আমাদেরও দায়িত্ব নিতে হবে। মাশ্চেরানো যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু ফল না আসলে দায় কেবল তাঁর নয়।
মাশ্চেরানোর এই সংগ্রামের সময়েই গুঞ্জন—দলটির মালিক ডেভিড বেকহ্যাম নতুন কোচ খুঁজছেন। গোল ডটকমের খবরে বলা হয়েছে, ক্লাব আমেরিকার কোচ আন্দ্রে জার্দিনকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। তিনবারের লিগা এমএক্স শিরোপাজয়ী এই কোচের সঙ্গে ইন্টার মায়ামির কর্মকর্তাদের ভালো সম্পর্কও রয়েছে।
সব মিলিয়ে কোচিং ক্যারিয়ারের প্রথম বড় ক্লাব দায়িত্বেই বিপাকে মাশ্চেরানো। গত মৌসুমে জেরার্দো ‘টাটা’ মার্টিনোর অধীনে সাফল্য পেয়েছিল মায়ামি। ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর হঠাৎ দায়িত্ব ছাড়েন মার্টিনো। তাঁর স্থলাভিষিক্ত হন বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলের মেসির সাবেক সতীর্থ মাশ্চেরানো।
কিন্তু তার অধীনে মায়ামির পারফরম্যান্স হতাশাজনক। সর্বশেষ ১০ ম্যাচে মাত্র দুটি জয়, এমএলএসে অবস্থান সপ্তম। জুন-জুলাইতে ক্লাব বিশ্বকাপ সামনে, তার আগেই কী নতুন কোচ আসবে—তা সময়ই বলে দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ডের উপর উচ্চ কর: শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণ, ট্রাম্পের জরুরি বৈঠক