ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
করছাড় পেল সামাজিক কাজে সক্রিয় ৯ প্রতিষ্ঠান
.jpg)
জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নয়টি প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছরের জন্য কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২৭ মে) এনবিআর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। আয়কর আইন, ২০২৩-এর আওতায় জারিকৃত এই প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কর অব্যাহতির সুবিধা পাবে।
প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।
জাতীয় রাজস্ব বোর্ডের ভাষ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠান সমাজের নানা স্তরে স্বাস্থ্য, শিক্ষা, শিশুসেবা ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। করছাড় প্রদানের এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা পালনের অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে এবং এটি এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও শক্তিশালী ও টেকসই করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসা, রক্ত সংগ্রহ এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। মাস্তুল ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার পাশাপাশি পথশিশুদের জন্য স্কুল, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আশ্রয়কেন্দ্র পরিচালনা করে থাকে। গণস্বাস্থ্য কেন্দ্র দেশজুড়ে সুলভ মূল্যে ওষুধ উৎপাদন, গণস্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্য এবং স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণে ব্যাপক ভূমিকা রেখে আসছে।
এছাড়াও বাকি প্রতিষ্ঠানগুলো শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা বিস্তার, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা এবং জীবন-সান্নিধ্যভিত্তিক চিকিৎসা (প্যালিয়েটিভ কেয়ার) সেবায় সক্রিয়ভাবে কাজ করছে। কর ছাড় সুবিধা প্রাপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর এসব উদ্যোগে নতুন গতি আসবে এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে বলে মনে করছে এনবিআর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- বাতিল হচ্ছে ২০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় শেয়ারবাজারের ১৪টি
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ড. ইউনূসকে রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব
- ঢাবির পীরগাছা উপজেলা সংগঠনের নেতৃত্বে রবিউল ও সৈকত
- শেয়ারবাজারের ১৮ ব্যাংককে ডিভিডেন্ড না দেওয়ার নির্দেশ
- শেয়ারবাজারের ৬৬ কোম্পানির প্রতি বিএসইসি’র কঠোর বার্তা
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- মন্দার বাজারে আলো ছড়িয়েছে ২০ শেয়ার
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- জেড ক্যাটাগরি ও ন্যুনতম শেয়ারধারণে ব্যর্থ কোম্পানিতে বসছে স্বতন্ত্র পরিচালক
- ঈদের ছুটি নিয়ে নতুন প্রস্তাবনা
- ‘বাংলাদেশের শেয়ারবাজার ডাকাতদের আড্ডা হয়ে গেছে’
- কমোডিটি ডেরিভেটিভ যুগে প্রবেশ করছে দেশের শেয়ারবাজার