ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মিশিগানে বাংলাদেশি যুবক নি-হ-ত

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ মে ২৭ ১৫:৩০:৩৭
মিশিগানে বাংলাদেশি যুবক নি-হ-ত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায় গুলির ঘটনায় আব্দুল আহাদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

রোববার (২৫ মে) রাতে এই ঘটনা ঘটে। নিহত আহাদের বাড়ি বাংলাদেশে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দোহাল গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ডেট্রয়েট সিটিতে বসবাস করছিলেন। পরদিন সোমবার মাগরিবের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সূত্র বলছে, কিছুদিন আগে ঘটে যাওয়া একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিষয়ে তাদের কাছে কিছু তথ্য রয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত