ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

তিন স্তম্ভে টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে: অর্থ উপদেষ্টা

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ মে ২৬ ১৮:৩২:০২
তিন স্তম্ভে টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, টেকসই উন্নয়নের মজবুত ভিত্তি গড়ে ওঠে তিনটি মূল স্তম্ভের ওপর—জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নৈতিক সুশাসন। এগুলো কোনো তাত্ত্বিক বিষয় নয় বরং বাস্তব প্রয়োজনে পরিণত হয়েছে। মূল্যায়ন, নিরীক্ষা এবং নিয়মিত চর্চার মাধ্যমে এই স্তম্ভগুলোকে কার্যকরভাবে প্রতিষ্ঠা করা যায়। এর ফলে নীতিমালা ও প্রকল্প কেবল কাগজে সীমাবদ্ধ না থেকে মানুষের জীবনে বাস্তব প্রভাব ফেলে।

সোমবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত উন্নয়নের রূপান্তর: মূল্যায়ন, নিরীক্ষা ও নৈতিকতার মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আর্থিক খাতে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সরকার সুশাসনকে আরও জোরদার করতে কাজ করে যাচ্ছে।

সেমিনারটি যৌথভাবে আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) স্বাধীন মূল্যায়ন অফিস (আইইও), অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ এবং সম্মতি ও তদন্ত বিভাগ। এতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জবাবদিহিতা, মূল্যায়ন এবং সততার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত