ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম
প্রবীণ জনসংযোগ ও মিডিয়া বিশেষজ্ঞ কামরুল ইসলাম ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) পদে বর্তমানে কর্মরত রয়েছেন। প্রায় তিন দশকের পেশাগত জীবনে কৌশলগত যোগাযোগ, মিডিয়া ব্যবস্থাপনা ও ব্র্যান্ডিংয়ে তিনি দারুন অবদান রেখে চলছেন।
পূর্বে কামরুল ইসলাম ইউনাইটেড এয়ারওয়েজে ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর ও মার্কেটিং সাপোর্ট) এবং জিএমজি এয়ারলাইন্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মিডিয়া সম্পর্ক উন্নয়ন, সংকট ব্যবস্থাপনা এবং সোশ্যাল মিডিয়া কৌশল প্রণয়নে তিনি সুদক্ষ। এসব ক্ষেত্রে তার দক্ষতা বিভিন্ন প্রতিষ্ঠানের ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লেখালেখিতে আগ্রহী এই যোগাযোগবিদ বিমান ও পর্যটন বিষয়ে একটি বই রচনা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখে থাকেন তিনি।
তিনি একজন জনপ্রিয় পাবলিক স্পিকার,তিনি নিয়মিত টিভি টকশো ও বিভিন্ন সেমিনারে অংশ নেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘অ্যাভিয়েশন পার্সোনালিটি অব দ্য ইয়ার–২০২৪’-সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
জনসংযোগ পেশার বাইরে তিনি একজন দক্ষ সংগঠকও। দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের ব্র্যান্ডিংয়ে তার অবদান প্রশংসিত। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং ১৯৯৪-৯৫ সালে সাস্টের কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) জিএস ছিলেন। এছাড়া ২০১৯-২১ মেয়াদে তিনি সাস্ট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন এ দায়িত্বে কামরুল ইসলামের সাংবাদিকতা জগতেও নতুন মাত্রা যোগ হবে তেমনটা মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর