ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০২ ১৯:৩৭:২৮
ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম

প্রবীণ জনসংযোগ ও মিডিয়া বিশেষজ্ঞ কামরুল ইসলাম ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) পদে বর্তমানে কর্মরত রয়েছেন। প্রায় তিন দশকের পেশাগত জীবনে কৌশলগত যোগাযোগ, মিডিয়া ব্যবস্থাপনা ও ব্র্যান্ডিংয়ে তিনি দারুন অবদান রেখে চলছেন।

পূর্বে কামরুল ইসলাম ইউনাইটেড এয়ারওয়েজে ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর ও মার্কেটিং সাপোর্ট) এবং জিএমজি এয়ারলাইন্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মিডিয়া সম্পর্ক উন্নয়ন, সংকট ব্যবস্থাপনা এবং সোশ্যাল মিডিয়া কৌশল প্রণয়নে তিনি সুদক্ষ। এসব ক্ষেত্রে তার দক্ষতা বিভিন্ন প্রতিষ্ঠানের ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লেখালেখিতে আগ্রহী এই যোগাযোগবিদ বিমান ও পর্যটন বিষয়ে একটি বই রচনা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখে থাকেন তিনি।

তিনি একজন জনপ্রিয় পাবলিক স্পিকার,তিনি নিয়মিত টিভি টকশো ও বিভিন্ন সেমিনারে অংশ নেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘অ্যাভিয়েশন পার্সোনালিটি অব দ্য ইয়ার–২০২৪’-সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

জনসংযোগ পেশার বাইরে তিনি একজন দক্ষ সংগঠকও। দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের ব্র্যান্ডিংয়ে তার অবদান প্রশংসিত। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং ১৯৯৪-৯৫ সালে সাস্টের কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) জিএস ছিলেন। এছাড়া ২০১৯-২১ মেয়াদে তিনি সাস্ট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন এ দায়িত্বে কামরুল ইসলামের সাংবাদিকতা জগতেও নতুন মাত্রা যোগ হবে তেমনটা মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত